মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। গত বছর ডিসেম্বরের শুরু থেকেই থাবা বসাতে শুরু করেছিল কোভিড-১৯। প্রায় চার-পাঁচ মাস ধরে লকডাউন এবং নানা সতর্কতা অবলম্বনের পর ধীরে ধীরে কিছুদিন হল স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল চীন। কিন্তু তার পর ফের নতুন করে সেখানে পাওয়া গেল করোনা রোগীর সন্ধান।
কিছুদিন হল চীনের ব্যবসা-বাণিজ্য খুলেছে। শুরু হয়েছে স্কুল-কলেজ-দোকানপাট। তার পরেই নাকি নতুন করে গন্ডিবন্ধ এলাকায় মিলছে করোনাভাইরাসের খোঁজ। একের পর এক কোভিড ১৯ আক্রান্তের খোঁজ। করোনার উৎসস্থল উহানে পাঁচজন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ৮৯ বছরের এক মহিলার শরীরে পাওয়া গিয়েছে ভাইরাস।
উহান স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনও দেশে আশঙ্কা কাটেনি। শহরগুলিকে এখনও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। এর আগের বহু ক্ষেত্রে কোনও লক্ষণ ছাড়াই রোগী পাওয়া গিয়েছে। তবে সামান্য হলেও জ্বর ছিল তাদের শরীরে।
চীনে এখনও পর্যন্ত কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮ জন। মৃত্যু হয়েছে অন্তত ৪ হাজার ৬৩৩ জনের। গত ৮ এপ্রিল থেকে উহানে একের পর এক উপসর্গহীন রোগীর খোঁজ মিলছে উহানে। তবে ফেব্রুয়ারির মতো রোগীর হার নয়। এরই মধ্যে সাংহাইয়ের ফিনানশিয়াল হাব খুলে গিয়েছে। খুলেছে ওয়াল্ট ডিজনি কোং। গত দু’মাসে চীনে যে রোগীর সন্ধান পাওয়া গিয়েছে তা মূলত আবাসনগুলিতে। অথবা হাসাপাতালে। চীনের স্বাস্থ্য দফতরের আশঙ্কা এবার নতুন করে লকডাউন খোলার পর বড়সড় আউটব্রেক হতে পারে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।