Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

হিটলারের সঙ্গে তুলনা 

ইনকিলাব ডেস্ক : জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের তুলনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ফিনল্যান্ডে নিয়োজিত মাল্টার রাষ্ট্রদূত মাইকেল জাম্মিত। এই ঘটনার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পরে অবশ্য সেই পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলা হয়। বিবিসি।


শিথিল হতেই বাড়ছে
ইনকিলাব ডেস্ক : লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার কয়েকদিনের মধ্যেই করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে জার্মানিতে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কেএল ইনস্টিটিউট (আরকেআই) দৈনিক বুলেটিনে জানিয়েছে, সংক্রমণের হার ১ দশমিক ১ এ পৌঁছেছে। আক্রান্ত রোগীর সংক্রমণ ঘটানোর হার (রিপ্রোডাকশন রেট) বেড়েছে। ডিডব্লিউ।


ইরাকে বিক্ষোভ
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে জীবনযাপনের ভালো পরিবেশের দাবিতে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। দেশটিতে নতুন সরকার গঠনের কয়েক দিনের মাথায় মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। তাহরির স্কয়ারে মূল প্রতিবাদ সমাবেশ ছাড়াও দক্ষিণের শহর আল-নাসরিয়াসহ বেশ কয়েকটি শহরে ছোট আকারে বিক্ষোভ হয়েছে। আল-জাজিরা।


সম্পর্ক সর্বনিম্নে
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস ইস্যুতে চীন এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং বৈশ্বিক অর্থনীতি সুরক্ষার জন্য যখন দুই অর্থনৈতিক পরাশক্তি এর মধ্যে সহযোগিতা অনেক বেশি প্রয়োজন, তখন তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। পার্সটুডে।


লোকজনকে মুক্তি দিন
ইনকিলাব ডেস্ক : আফগান সরকার জানিয়েছে, তালেবান এবং আমেরিকার শান্তি চুক্তির আওতায় তারা এখন পর্যন্ত ১,০০০ তালেবান সদস্যকে মুক্তি দিয়েছে। তাই তালেবানের উচিত সরকারের লোকজনকেও মুক্তি দেয়া এবং স্থবির হয়ে পড়া আফগান সরকার-তালেবানের মধ্যে সংলাপ শুরু করা। এএফপি।


ফ্রি বিয়ার
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে বিপদে পড়েছে জার্মানির বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। হাজার হাজার লিটার বিয়ার নষ্ট হওয়ার উপক্রম। শেষমেশ উপায় না দেখে ভিলিঙ্গার ব্রাউহাইস নামের একটি প্রতিষ্ঠান বিনামূল্যে বিতরণ করছে বিয়ার। দুই হাজার ৬০০ লিটার বিয়ার বিতরণ করেছে। রয়টার্স।


সর্বোচ্চ বেকারত্ব
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে বেকারত্ব বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়ে গেছে। গত কয়েক বছরে সে দেশের সেবাখাতগুলোতে কর্মসংস্থান বাড়ার কারণে শ্রমবাজারে স্থিতিশীলতা আসে। এবার করোনাভাইরাসের কারণে বেকারত্ব বেড়ে গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ