Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

 

অডিও ক্লিপ ভুয়া
ইনকিলাব ডেস্ক : ভারতীয় পুলিশ বলছে, তাবলীগ জামাতের প্রধান মাওলানা সা’দের নামে সামাজিক দূরত্ব না মানার যে অডিও ক্লিপ মিডিয়া প্রচার করেছিল তা ভুয়া (ফেক) এবং এডিট করা। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার দাবি, মওলানা সা’দের নামে প্রচারিত বেশ কয়েকটি অডিও ফাইলের ফরেনসিক পরীক্ষা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা। এনডিটিভি।


সমুদ্র পৃষ্ঠের উচ্চতা
ইনকিলাব ডেস্ক : ধারণার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। কার্বণ নিঃসরণ কমানো না গেলে এ শতাব্দীর শেষে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটারেরও বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একশোরও বেশি বিশেষজ্ঞের করা এক জরিপে উঠে এসেছে এই চিত্র। ২৩০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত বাড়বে বলে সতর্ক করেছেন তারা। গার্ডিয়ান।


হাসপাতালে অগ্নিকান্ড
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা চলছে, এমন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ২০০ জন রোগীকে সরিয়ে নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনেস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। মস্কো টাইমস।


বন্ধ ২১শ’ নৈশক্লাব
ইনকিলাব ডেস্ক : কোরিয়ান বার্তা সংস্থা বলেছে, এক মাসে দক্ষিণ কোরিয়ায় প্রথমবার একদিনে ৩০ জনের বেশি করোনায় আক্রান্ত হলো। এ সংক্রমণ ঠেকাতে ২ হাজার একশর বেশি নৈশক্লাব বন্ধ করেছে সিউল কর্তৃপক্ষ। কারণ নতুন সংক্রমণের বেশিরভাগই সিউলের ইটায়েওন বিনোদন কেন্দ্রের নৈশক্লাব সংশ্লিষ্ট। দ্য ইয়নহাপ।


নতুন আক্রান্ত ১৪
ইনকিলাব ডেস্ক : চীনে শনিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এ কথা নিশ্চিত করেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন। ২৮শে এপ্রিলের পর এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ সেখানে। এর মধ্যে দু’জন দেশের বাইরে থেকে সংক্রমণ বহন করেছেন। বাকি ১২ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। সিনহুয়া।


বেলারুশে বিজয় দিবস
ইনকিলাব ডেস্ক : মধ্য-পূর্ব ইউরোপের দেশ বেলারুশের রাজধানী মিনস্কে শনিবার বিজয় দিবস উদযাপনে হাজারো সেনার অংশগ্রহনে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান করোনাভাইরাসের কারণে তা বাতিল হলেও ব্যতিক্রম ছিল এই দেশটি। ইউরোপে বিশেষ করে জার্মানিতে এই ৮ মে দিনটি মুক্তি দিবস বলে পরিচিত। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ