বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানীর গ্রীণ রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আজ রাতে মরদেহ নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাঁশদি গ্রামে নিয়ে আসা হবে। পরে সেখানে মরহুমের জানাযা ও দাফনের পারিবারিকভাবে সিদ্ধান্ত হবে।
সাবেক এ সাংসদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বি.এস.পি)´র মহাসচিব, দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপন্ডেন্ট ও প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।