Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগ পর্যন্ত বন্ধ থাকছে মৌচাক, আনারকলি, নিউ মার্কেট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৮:৫০ পিএম

চলমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অনেক শপিংমল ও মার্কেটের পাশাপাশি মৌচাক এবং আনারকলি মার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির আহমেদ ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জহির আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে দোকানদার ও ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে একই কারণে নিউমার্কেট ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোজায় না খোলার সিদ্ধান্ত নেয় দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর নিরাপত্তার স্বার্থে বায়তুল মোকাররম মার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপিংমল

৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ