গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গতকাল শুক্রবার পুনরায় চালু হলো দেশের অন্যতম বৃহৎ বিপণীবিতান বসুন্ধরা সিটি শপিংমল। বসুন্ধরা ডেভেলপমেন্ট লিমিটেডের এইচআর ডিপার্টমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তাক রেজা গণমাধ্যমকে বলেছেন, করোনার কারণে দুই মাস ১৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে শপিং মল খোলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে শপিংমল খোলা হয়েছে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিও বেশ ভালো। তবে স্বাস্থ্যবিধি পরিপালনে আগত দর্শণার্থীদের কিছুটা অনীহা থাকলেও মার্কেট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং মানুষের জীবনের কথা চিন্তা করে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল বসুন্ধরা সিটি শপিংমল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।