Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনের মধ্যেই খুলছে দোকান-শপিংমল, ফেসবুকে যে প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১১:১০ পিএম

চলমান দ্বিতীয় দফার ‘কঠোর লকডাউনে’র মধ্যেই আগামী ২৫ এপ্রিল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ফেসবুকে বিষয়টি পোস্ট করে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কেউ কেউ লকডাউনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বাস্তবায়নের পক্ষেও মত দিয়েছেন। তবে দোকানপাট খোলার ঘোষণা দিলেও গণপরিবহন চালুর নির্দেশনা না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হলো বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এনিয়ে ফেসবুকে মমিনুল হক লিখেছেন, ‘‘শপিং মল খোলার সিদ্ধান্তের পরে চলমান কঠোর লকডাউন এর কোন বাস্তব কার্যকারিতা থাকে না।
গণপরিবহণ বন্ধ! শপিং মল খোলা ! সামঞ্জস্য রেখে এখনি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত। না হয় জীবন জীবিকা দুটিই যাবে।’’

মুহাম্মাদ আমিনুর রশিদ অ্যাডভোকেট লিখেছেন, ‘‘না খোলে উপায় আছে, আশা করা যায় এই সপ্তাহে লকডাউন নামের তামাশাও উঠে যাবে, করোনার সংখ্যাও কমে যাবে। করোনা অপেক্ষায় থাকবে আরও কোন আন্দোলনের, প্রতিবাদের। তখন আবার করোনা আসবে, লকডাউন দেয়া হবে। দেশের মানুষ সরকারকে আর বিশ্বাস করেনা।’’

মিজাবে রহমত হামিদীর মন্তব্য, ‘‘করোনা বাড়ে শুধু গরীব রিকশা চালালে, দিনমজুর কাজে গেলে, আর মসজিদ - মাদ্রাসায় গেলে..! মার্কেটে কেমনে করোনা যায়..!’’

আশিকুর রহমান দাবি জানিয়েছেন, ‘‘সরকারের প্রতি আহ্বান সরকার যে কোনভাবেই হোক সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে মাক্স পড়ার জন্য। মাস্ক এর বিকল্প নাই । প্রয়োজনে চিকন জালি বেত দিয়ে প্রহার করতে হবে। অন্যথায় এই ধস ঠেকানো কঠিন হয়ে যাবে জাতিকে চরম মূল্য দিতে হবে।’’

গণপরিবহন চালুর নির্দেশনা না দেয়ায় জাদিদ হোসাইন লিখেছেন, ‘‘সবকিছু খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কারণে মানুষের চরম ভোগান্তি পেতে হচ্ছে। অন্যদিকে পরিবহন মালিক শ্রমিক অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। তাই পরিবহন সচল করা হোক..।’’

তবে ইতিবাচক মন্তব্য করে রাশেদুল ইসলাম লিখেছেন, ‘‘ব্যবসায়ীদের আর্থিক বিষয়টাও তো দেখতে হবে। সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর যাদের সম্ভব হবে তাঁরা লকডাউন পালন করে ঘরে থাকবে।’’

জুবাইর আহমেদ চৌধুরীর প্রশ্ন, ‘‘লকডাউন কি আছে কি নাই বুঝলাম না। তাহলে ২৫ তারিখ থেকে কি movement পাস কি লাগবে, কি লাগবে না বুঝলাম না। কেউ কি বুঝিয়ে বলবেন।’’

মোঃ একরামুল হক লিখেছেন, ‘‘সামনে ঈদ শ্রমজীবী মানুষের ইনকাম নাই। লকডাউনের কারণে এখন শপিং মল খুলে দিলে বৌ বাচ্চাদের কি দিয়ে বোঝাবে। তাই আগামী ঈদ পর্যন্ত শপিং মল বন্ধ রাখার দাবি জানাচ্ছি।’’

মেহেদী হাসান সুমনের পরামর্শ ‘‘এভাবে আরো জনসমাগম বেশি হবে মার্কেটে কারণ সীমিত সময়ের ভিতরে সবাইকে মার্কেট করতে যেতে হবে তাই দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত হলে সবচেয়ে ভালো হতো।’’



 

Show all comments
  • Mohd.Allah!R Banda ২৪ এপ্রিল, ২০২১, ১:৪৫ এএম says : 0
    Joto Din Protihingsha Thakba Aka Oporer Proti,joto Din Onnay Obichar,julum.Dhorshon,jina,ghush,durniti,mittha Prolap.Shotruta.Attiota Bicched.Oviman.Ohongkar.Ottachar.Oniom.R 5 Wakto Namaj Vhonggo Kari Thakba Thik Toto Din Bissha Korona Moron Badhi Thakba.R Amader Desha To Shokun Akasha Ora Na Ja Nay Bichar Thakba? Shamajik Obokkhoy Rodha Ashun Shobai Mila Shocheton Hoi Desh O Jatika Shomriddho Shali Akti Shonar Halal Rashta Porinoto Kori O Bissher Kasa Banglar Ujjol Unnotir Upoma Gori. R Lok Down To Akhon Polatics Natokio Mainka Chipa Manush Akhon Virusa Morcha Gora 100 People But Lokdown A Manush Khuday Kheta Na Para Durbol Hoa Nana Roga Gora Daily Morcha Hajarer Upor So Kormohin Khudar Jalay Mora Valo Naki Virus A Mora Valo.Shomajer Kichu Bitto Shali Ottalikay Bosh Nijaka Virus Thika Bachata 12 Mash E Lokdown Chay Coz Tader Bari Gari Bankbalanc R Belkonita Ezy Chair Asa But Goriber Asa Allah! R Shatha Virus R Khali Pet Kormohin Takia Thaka Valobasha R Ak Guccho Chokher Joler Rashi.Koronar Jhol Dia Vat Khai
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ২৪ এপ্রিল, ২০২১, ৮:৪৮ এএম says : 0
    ডিম বড় না মুরগি বড়,এ প্রশ্নের যেমন সঠিক উত্তর পাওয়া কঠিন।তেমনি জীবন বড় না জীবিকা বড়,এর সঠিক উত্তর পাওয়া কঠিন।জীবন বাচঁলে জীবিকা, আবার জীবিকা ই জীবনের জন্য।লন্চ গন পরিবহন সব কিছু খুলে দিন।ডবল মাক্স পড়া বাধ্যতা মুলক কায্যর্করী করুন।
    Total Reply(0) Reply
  • Jahurul islam rony ২৪ এপ্রিল, ২০২১, ১২:৩২ পিএম says : 0
    কোন লক ডাউন চলেব না ।যারা মরনের ভয় করেন তাদের বের হওয়ার দরকার নেই।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২৪ এপ্রিল, ২০২১, ১:১৪ পিএম says : 0
    লকডাউনে সাধারণ মানুষের জীবিকার কষ্টের কথা বিবেচনাই দেশের বিশালাকার ব‍্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে মারাত্মক খতিগ্রস্থ হয়েছিল বিবেচনাই। ক্ষুদ্র মাঝারী ব‍্যবসারীরা পথে বসার কঠিন পরিস্থিতি। সরকারের আদেশ নিষেধাজ্ঞা অমান্য করে ব‍্যবসা খোলার ক্ষোভ তীব্র জন বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টির কথা জানতে পেয়ে লকডাউন থেকে সরকার আসতে হলো। খতিগ্রস্থ ব‍্যবসায়ীদের ঋণ লক্ষ লক্ষ টাকা দার দেনা খতিগ্রস্থ প্রতিষ্টানের কথা বিবেচনাই লকডাউন নামের হাস‍্যকর সাপ লডুখেলা মত অকার্যকর হরতাল কেন???। অদৃশ্য শক্তিশালী পকৃতির অভিশাপ আজাব গজব থেকে বাচার জন্যে সুন্নাতের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে আল্লাহর রহমতের উপর নির্ভর হয়ে সরকার দেশ প্রতিটি মানুষ এগিয়ে যেতে হবে। এরবিকল্প নেই। বিজ্ঞান প্রযুক্তি মেডিক্যাল সাইন্স মাক্স সেনিট‍্যাইজার সহ সরকারের আদেশ নিষেধের প্রচারণার প্রজ্ঞাপন। জরিমানা বিধি বিধান সুষ্ঠুভাবে সবাই কে জানিয়ে দেওয়া। বাংলাদেশের সমুহ যোদ্ধাদের মাঝেই আইন শৃংখলা বাহিনীর ইতিমধ্যে শতের কাছাকাছি মৃত্যুর শিরোনাম দেশ জাতির কল‍্যানে ত‍্যাগ মহামারীর কঠিন পরিস্থিতির শুরুতে ভয়ে আমরা বাসায় ডুকে গিয়ে ছিলাম। তখন ডাক্তার নার্সরা আইন শৃংখলা বাহিনী রাস্তায় রাস্তায় ভাইরাস থেকে আমাদের বাচাতে জীবন উৎসর্গ করে ছিল এখনো অব‍্যাহত। দেশের আর্থসামাজিক উন্নয়নের জন‍্যে সামাজিক শৃংখলা মানুষের জীবনের নিরাপত্তা জন্যে। মানুষের জীবিকার নিরাপত্তা জন্যে আটার কোটি মানুষের নিরাপত্তার জন্যে দিনরাত শ্রমে ঘামে ডাক্তার পুলিশ আইন শৃংখলা বাহিনীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করে যাবেন। এখন সকলস্তরের মানুষের সকল শ্রেণি পেশার মানুষেরবড় প্রয়োজন শৃংখলা। সামাজিক শৃংখলা আইনের শৃংখলা চিকিৎসা শৃংখলা বড় ছোট্ট মাঝারী সবার বড় প্রয়োজন মুখের শৃংখলা। ইবাদত আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে আল্লাহর দরবারে শৃংখলার মাঝে ইবাদতে রাষ্ট্র কতৃক উৎসাহ প্রদানকারীর ভূমিকা থাকা। আল্লাহ্ সবাই বুঝার তৌফিক দিক। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউনে খুলছে শপিংমল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ