Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঙ্গা হচ্ছে চীনের অর্থনীতি

বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৪ এএম

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সর্বপ্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। অর্থনৈতিকভাবেও করোনার প্রথম ধাক্কা পায় বেইজিং। কিন্তু বর্তমানে সেই ধকল কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছে দেশটির অর্থনীতি। সিজিটিএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাস্তায় এখন মানুষ আগের মতো বের হচ্ছে, হাসপাতালগুলো এখন প্রায় রোগীশূন্য এবং অর্থনৈতিক অবস্থা আগের মতো হয়ে যাচ্ছে। দেশটির অর্থনীতি বোঝার সুবিধার্থে কিছু পরিসংখ্যানও উল্লেখ করা হয় সিজিটিএন-এর প্রতিবেদনে। সেখানে বলা হয়, মানুষের ক্রয় ক্ষমতা করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আগের সময়ের মতো হয়ে গেছে। বিশেষ করে অনলাইনে কেনাকাটা বেড়ে গেছে। ১ মে শ্রমিক দিবসের ছুটির দিন এক বছর আগের সেই দিনের তুলনায় অনলাইনে কেনাকাটার পরিমাণ ৩০ শতাংশ বেড়ে গেছে। ১ মে থেকে ৫ মে পর্যন্ত অনলাইনে অন্তত এক দশমিক এক বিলিয়ন অর্ডার করা হয়। গত বছর এই পাঁচ দিনে এত সংখ্যক অর্ডার হয়নি। অপরদিকে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ নতুন নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই যুদ্ধ আরও প্রকট হয়। চলে উভয় দেশের পাল্টাপাল্টি নানা শুল্কারোপের ঘটনাও। এরই মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য, চীন এর প্রতিবাদও করেছে। তবে এর মাঝেও চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ থেমে নেই যুক্তরাষ্ট্রের। বরং করোনাভাইরাসের এই সুযোগ কাজে লাগিয়ে চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধে নতুন মাত্রা দিতে চায় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে যেসব আমেরিকান কোম্পানি চীনের মাটি ছেড়ে আসতে চায় তাদের জন্য ট্যাক্স প্রণোদনা ঘোষণাসহ নানা পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন এজেন্সি এ লক্ষ্যে কাজ করছে। করোনার এই সুযোগে চীনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎপাদন ও সরবরাহ নির্ভরতা কমাতে চায় ট্রাম্প প্রশাসন। সিজিটিন, রয়টার্স আফ্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ