Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৫ এএম


বন রক্ষায় সেনা
ইনকিলাব ডেস্ক : দাবানল ও বন উজাড় ঠেকাতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। ‘অবৈধভাবে বন উজাড় এবং দাবানলের নামে পরিবেশগত অপরাধ দমনে প্রতিরোধ ও শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিতে’সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি বৃহস্পতিবার। রয়টার্স।


বাড়ি ছাড়ার হুমকি
ইনকিলাব ডেস্ক : অসুস্থদের গাড়িতে তোলেন এ জন্য চালককে দেয়া হচ্ছে বাড়ি ছাড়ার হুমকি। ভারতের বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চালক। তবে অভিযোগ অস্বীকার বাড়ির মালিকের।ওই ক্যাব চালকের দাবি, লকডাউনের সময় পাড়ার কেউ অসুস্থ হলে তিনি হাসপাতালে নিয়ে যেতেন। তবে কোনও করোনা আক্রান্ত রোগীকে এখনও তিনি হাসপাতালে নিয়ে যাননি। এবিপি।


রেহাই পাচ্ছেন ফ্লিন
ইনকিলাব ডেস্ক : মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী মাইকেল ফ্লিন। যুক্তরাষ্ট্রের সাবেক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওপর থাকা অপরাধের অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন বিচার বিভাগ। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন তিনি। বিবিসি।


৫ জনে একজন
ইনকিলাব ডেস্ক : করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জনের মধ্যে একটি শিশু অভুক্ত রয়েছে। ব্রুকিং ইনস্টিটিউশনের সমীক্ষায় আরও বলা হয়েছে মোট জনসংখ্যার ১৭.৪ শতাংশ মা এবং তাদের ১২ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত দৈনিক খাবার পাচ্ছেন না। ঘরে ঘরে খাদ্যসঙ্কট ২০১৮ সালের তুলনায় ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন। ওয়েবসাইট।


তেহরানে ভ‚মিকম্প
ইনকিলাব ডেস্ক : ইরানের ভূতত্ত্ব পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটে তেহরানের দামাভান্দ শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির মূলকেন্দ্র ছিল ভূগর্ভের মাত্র ৭ কিলোমিটার গভীরে। এই ভূ-কম্পন কয়েক সেকেন্ডে স্থায়ী ছিল। এতে তেহরানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে বাসাবাড়ি ছেড়ে সড়কসহ খোলা স্থানে আশ্রয় নেন। এএফপি।


প্রতিদিন টেস্ট ট্রাম্পের
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক পরিচারক করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনে এখন থেকে প্রতিদিন য্ক্তুরাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরেও ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা টেস্ট করে দেখা হবে। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প নিজেই প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানান। সিএনএন।


গ্যাস লিকের আশঙ্কা
ইনকিলাব ডেস্ক : অন্ধ্র প্রদেশের প্লাস্টিক কারখানা থেকে দ্বিতীয় দফায় গ্যাস লিক হতে পারে আশঙ্কা করছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার বিষাক্ত গ্যাস লিক হয়ে অন্তত ১১ জন নিহত ও কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে। নতুন করে গ্যাস ছড়ানোর আশঙ্কায় আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। এনডিটিভি।


ফ্রান্সে খুলছে স্কুল
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত হওয়া ফ্রান্সের অবস্থা উন্নতির দিকে। পরিস্থিতি স্বাভাবিক করতে লকডাউনও শিথিল করা হয়েছে। আগামী সোমবার থেকে ধীরে ধীরে স্কুল খুলে দিচ্ছে ফ্রান্স। শুক্রবার দেশটির শিক্ষামন্ত্রী জিন মিচেল ব্লানকুয়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ