Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ৯:৩৫ এএম

চট্টগ্রামে সরকারি দল আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার হাটহাজারীর গড় দুয়ারা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বখতিয়ার শিকদার (৪৮) গড় দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মনির আহমদের ছেলে।

হাটহাজারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, হাটহাজারীর গড় দুয়ারায় ৩ থেকে ৪ জন লোক চড়, লাথি, ঘুষি মেরে পিটিয়ে হত্যা করে ওই বখতিয়ার শিকদারকে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ