মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আকাশচুম্বী ৪৮ তলা বিশিষ্ট ভবন অ্যাবকো টাওয়ারে লাগা ভয়াবহ আগুনে অন্তত ৭ জন আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে ভবনের ১১ তলায় আগুন লাগলেও পড়ে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বিবিসি জানিয়েছে, শত শত অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হয়, ব্যবহার করা হয় ড্রোন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় কর্তৃপক্ষ। এছাড়া ওই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দমকল বাহিনী এই অগ্নিকান্ডকে শুধু দুর্ঘটনা নয় মারাত্মক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে। বিবিসি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।