Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের রকেটচালিত মহাকাশযানের সফল উৎক্ষেপণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

এ যাবতকালের সবচেয়ে বড় রকেটচালিত মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে চীন। সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। হেনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে দ্য লং মার্চ-৫বি ক্যারিয়ার রকেটটি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করেছে। সিসিটিভি জানিয়েছে, দ্য লং মার্চ-৫বি যানের এটাই প্রথম কোনো মিশন। এটি লম্বায় ৫৩ দশমিক ৭ মিটার, আর ওজন হবে ৮৪৯ টন। সিনহুয়া জানিয়েছে, এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের মানবচালিত মহাকাশযানের পরীক্ষামূলক সংস্করণ ও মহাকাশে পরীক্ষার জন্য একটি কার্গো রিটার্ন ক্যাপসুলও পাঠানো হয়েছে। গত মার্চে চীন বলেছে, তারা একটি মানববিহীন মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে। একটি বড় মহাকাশ শক্তি হওয়ার লক্ষ্যে ২০৩০ সাল নাগাদ রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে টপকাতে প্রতিযোগিতায় নেমেছে চীন।মার্কিন মহাকাশ কর্মসূচির নাগাল পেতে বেইজিংয়ের অগ্রগতিও চোখে পড়ার মতো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ