Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

টিকা প্রতারণা

ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির নামে ফরাসি তিন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে ইসরাইলে এসে গা ঢাকা দেয়া দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তাদের ইসরাইলের রানানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দুজনই ইসরাইল বংশোদ্ঊত ফরাসি নাগরিক। জেরুজালেম পোস্ট।


মার্ডার ভিমরুল
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত আমেরিকা দৃশ্যমান এক প্রাকৃতিক শক্তির মোকাবিলা নিয়ে শঙ্কিত। সেটি হচ্ছে, ভিমরুল, যা ‘মার্ডার কিলার ভিমরুল’ হিসেবে পরিচিত। ওয়াশিংটন অঙ্গরাজ্যে এশিয়ান জায়ান্ট হরনেটসের (মার্ডার ভিমরুল) দেখা পাওয়া গেছে। এর ফলে দেশটির বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বিবিসি।


মেয়াদ বাড়ানোয়
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নরের বিরুদ্ধে মামলা করেছে প্রতিপক্ষ দলের প্রতিনিধি। স্থানীয় সময় ৪ মে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে এ মামলা করেন রিপাবলিকান দলের পল মিশেল। সিএনএন।


আক্রান্ত শূন্য লাওস
ইনকিলাব ডেস্ক : গত ২৩ দিন ধরে লাওসে নতুন করে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী ফুথোনে মিয়াংপ্যাক। মেকং নদীর তীরের এ দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ২২৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃত্যুর ঘটনা ঘটেনি। বিবিসি।


তাজিক মন্ত্রী বরখাস্ত
ইনকিলাব ডেস্ক : তাজিকিস্তানে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী নাসিম ওলিমজোদাকে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুশনাবের ইতিকলোল মেডিকেল সেন্টারের ডিরেক্টর জামোলিদ্দিন আব্দুল্লাহজোদাকে।বিবিসি।


শীর্ষে নারীরা
ইনকিলাব ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আমেরিকায় সবচেয়ে বেশি চাকরি হারিয়েছেন নারীরা। ১৭টি রাজ্যে করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদের তিন জনের মধ্যে দুই জন নারী। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সাংবাদিকতা সংস্থা দ্যা ফুলার প্রজেক্টের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জাপান টাইমস।


বাড়ল লেবাননে
ইনকিলাব ডেস্ক : চলাফেরায় কড়াকড়ির মেয়াদ বাড়িয়েছে লেবানন। দেশটিতে কড়াকড়ির মেয়াদ দু’সপ্তাহ বাড়িয়ে আগামী ২৪ মে পর্যন্ত করা হয়েছে। দেশজুড়ে করোনার বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননে এখন পর্যন্ত ৭৪১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২৫ জন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ