Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

 

জার্মানিতে সর্বনিম্ন
ইনকিলাব ডেস্ক : গত ৬ সপ্তাহের মধ্যে জার্মানিতে মৃত্যু কমেছে। সোমবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনের হিসাবে মৃত্যুর সংখ্যা আগের দিনগুলোর তুলনায় কমতে দেখা গেছে। গত ২৫ মার্চের পর দেশটিতে প্রথমবার মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন অবস্থানে আছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। ডিডব্লিউ।


ব্রাজিলে লক্ষাধিক
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত এক লাখ ছাড়িয়ে গেছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৮৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১৪৭। সিএনএন।

আমদানির হিড়িক
ইনকিলাব ডেস্ক : হারবাল চা পানে করোনা রোগীরা সুস্থ হয়ে উঠছেন মাদাগাসকারের প্রেসিডেন্ট এমন দাবি করার পর দেশটি থেকে এই চা আমদানির হিড়িক পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এই চা আমদানিও করেছে। তানজানিয়ার প্রেসিডেন্ট, কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্টও এই চা আমদানি করবেন বলে জানিয়েছেন। বিবিসি।


৯৮ তালেবান মুক্ত
ইনকিলাব ডেস্ক : ৯৮ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগানিস্তান। গত শনিবার সন্ধ্যায় কাবুলের পুল-ই-চারখি কারাগার থেকে এসব বন্দিকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভেদ ফয়সাল। বয়স, স্বাস্থ্য ও সাজার মেয়াদের বিবেচনায় তাদের মুক্তি দেয়া হয়েছে। আফগানিস্তান টাইমস।


পুষ্পবৃষ্টি
ইনকিলাব ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার, নার্স, প্যারামেডিকসহ যারা সামনের সারিতে কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী হেলিকপ্টার থেকে বিভিন্ন হাসপাতালের ওপর ফুলের পাপড়ি ছিটানো হয়। এমন দিনে এই শ্রদ্ধা জানানো হলো যেদিন দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। পিটিআই।


ইরানি রক্ষীরা
ইনকিলাব ডেস্ক : ইরানি সীমান্ত রক্ষীরা আফগানিস্তানের একদল শরণার্থীকে নির্যাতন করার পর নদীতে ফেলে দিয়েছে আর তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তান এ বিষয়ক প্রতিবেদনগুলো তদন্ত করে দেখছে। শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশ থেকে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টার সময় ওই অভিবাসীরা ধরা পড়ে। বিবিসি।


দুই টিনেজার
ইনকিলাব ডেস্ক : পূর্ব লন্ডনে করোনা ভাইরাসে মারা গেছেন এক ব্যক্তি। এর কয়েকদিনের মধ্যেই বৃটিশ স্বাস্থ্য বিভাগের কর্মী, মৃত ওই ব্যক্তির ছেলে ডেভিড গোমোহ (২৪) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুই টিনেজার। নিউহ্যামের ফ্রিম্যানসনস রোডে নিজের বাড়ি থেকে মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে হামলা হয় ডেভিড গোমোহ’র ওপর। অনলাইন মেট্রো।


বাঁচার লড়াই
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের কারণে নজিরবিহীন বিপাকে বাঁচার লড়াই করছে যৌনকর্মীরা। কিন্তু অন্যদের থেকে দূরত্ব বজায় রেখে নিজেদের পেশা চালিয়ে যাওয়া যৌনকর্মীদের পক্ষে অন্তত অসম্ভব। সে কারণে, বর্তমানে তারা খেয়ে পরে মাথা গোঁজার জায়গা করে নিতেই হিমশিম খাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে যৌনকর্মীদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ