মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিরাপত্তা উদ্বেগ
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে সংখ্যালঘু শিখ হিন্দ সম্প্রদায়ের লোকজন তাদের নিরাপত্তা বিষয়ে এখন গভীরভাবে শংকিত ও উদ্বিগ্ন আফগান সরকার। পহেলা মার্চ কাবুলে সন্ত্রাসীরা শিখদের উপাসনালয়ে হামলা চালিয়ে ২৫জনকে হত্যা ও আরো ১০জনকে আহত করেছিল বর্তমান এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ও নিরাপত্ত ঝুঁকিতে রয়েছেন। এএফপি।
সহ্য করা হবে না
ইনকিলাব ডেস্ক : চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরফ বলেছেন, চেচনিয়ায় স্বাধীন সাংবাদিকতা সহ্য করা হবে না। তিনি যে ভাবে কভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করেছেন তার সমালোচনায় কাদিরফ এপ্রিলের মাঝামাঝি দিকেই, রাশিয়ার মাত্র কয়েকটি স্বাধীন সংবাদ মাধ্যমের একটি নোভায়া গেজেটা এবং তার সংবাদদাতা এলেনা মিলাশিনাকে এ হুমকি দেন। ওয়েবসাইট।
১০ মিলিশিয়া নিহত
ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) হামলায় ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে শিয়া নেতৃত্বাধীন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, সালাহউদ্দিন প্রদেশের এ ঘটনায় তাদের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিবিসি।
বি-১ বোমারু
ইনকিলাব ডেস্ক : প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের অ্যান্ডারসেন বিমানঘাঁটিতে ঘাঁটিতে চারটি কৌশলগত বি-ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। গুয়াম হচ্ছে চীনের কাছাকাছি প্রশান্ত মহাসাগরে মার্কিন নিয়ন্ত্রিত একটি দ্বীপ যেখানে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে। গত শুক্রবার মার্কিন বোমারু বিমান এবং বিমান সেনারা গুয়াম ঘাঁটিতে পৌঁছায়। পার্সটুডে।
সামাজিক দূরত্ব
ইনকিলাব ডেস্ক : সামাজিক ঊরত্ব শিথিল করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। ৬ মে থেকে সামাজিক দূরত্ব শিথিল করা হবে। ইতোমধ্যেই দেশটিতে কড়াকড়িও অনেকটা কমিয়ে আনা হয়েছে। দেশটিতে ব্যবসা-বাণিজ্য আংশিক চালু করা হয়েছে। ফলে আস্তে আস্তে সেখানকার জীবন-যাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। ইতোমধ্যেই বহু লোক কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে। রয়টার্স।
নিষিদ্ধের নিন্দা
ইনকিলাব ডেস্ক : মার্কিন-ইসরাইলি চাপে জার্মানিতে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সব তৎপরতা নিষিদ্ধ এবং তাদের সন্ত্রাসী সংস্থা হিসেবে আখ্যায়িত করার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) ও ইসলামি জিহাদ। এর আগে ইরানের পক্ষ থেকেও জার্মানির এই ঘোষণার প্রতিবাদ জানানো হয়। আল-আরবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।