Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে মুক্তি দেয়া হয়েছে ১০ হাজার কয়েদিকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১:০০ পিএম

ফিলিপাইনে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে ঝুঁকি সৃষ্টি হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের এক রায়ের পর তাদেরকে মুক্তি দেয়া হয়। খবর আল-জাজিরা।

খবরে বলা হয়, আদালত কারাগারের করুণ অবস্থা সম্পর্কে অবহিত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সহকারি বিচারপতি মারিও ভিক্টর। সাংবাদিকদের তিনি জানান, শনিবার ৯,৭৩১ কারাবন্দীকে মুক্তি দেয়া হয়েছে। শুধু তাদেরকেই মুক্তি দেয়া হয়েছে, যারা ৬ মাস বা আরো কম সময় কারাদণ্ড পেয়েছিলেন। একইসঙ্গে যাদের বয়স অনেক বেশি তাদেরও ছেড়ে দেয়া হয়েছে।

ফিলিপাইনে এখন পর্যন্ত যত কারাগার রয়েছে সবটাতেই কোভিড নাইন্টিনের সংক্রমণ হয়েছে। তবে সবথেকে খারাপ অবস্থা চেবু দ্বীপের দুই কারাগারের। এই দুই কারাগারেই সাড়ে তিন শ বন্দি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন। দেশটিতে রয়েছে ৪৫০ টিরও বেশি কারাগার। এতে বন্দি আছে ১ লাখ ৩৬ হাজার অপরাধী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ