Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৫ এএম

 

বাইডেনের অস্বীকৃতি
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও এই বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেন তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার মার্কিন টেলিভিশন এমএসএনবিসি’র এক অনুষ্ঠানে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনিও ২৭ বছর আগে সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সময় তারা রিড নামের এক কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিবিসি।


১৩০ শরণার্থী
ইনকিলাব ডেস্ক : গ্রিসের শরণার্থী শিবিরগুলো থেকে ১৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নেবে ফিনল্যান্ড। তাদের মধ্যে ১০০ জনই অভিভাবকহীন শিশু। গ্রিসের পাঁচটি শরণার্থী শিবিরের মোট ৩৮ হাজার অভিবাসন প্রত্যাশীর অধিকাংশই এসেছে সিরিয়া এবং আফগানিস্তান থেকে। তাদের শতকরা ৩৬ ভাগ, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৭০০ জন শিশু। রয়টার্স।

ভারতে একদিনে রেকর্ড
ইনকিলাব ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দেশটিতে রেকর্ডসংখ্যক দুই হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ সংক্রমিত হওয়ার ঘটনা। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেল। এনডিটিভি।


নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে
ইনকিলাব ডেস্ক : তিন সপ্তাহের নিষেধাজ্ঞার পর এলকোহল বিক্রি নতুন করে শুরু হচ্ছে থাইল্যান্ডে। আজ রোববার থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অবকাশ যাপন, পর্যটন আর পার্টির জন্য বিশ্বে বিখ্যাত থাইল্যান্ড। সেখানে রাত মানে পার্টি। পার্টি মানেই এলকোহলের ছড়াছড়ি। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১০ই এপ্রিল থেকে এলকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়। রয়টার্স।


২ ভারতীয় সেনার মৃত্যু
ইনকিলাব ডেস্ক : শনিবার ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, শুক্রবার বারামুল্লার কাছে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করার ঘটনায় আহত দুই জওয়ানের মৃত্যু হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ১ মে রামপুর সেক্টরে বিনা প্ররোচনায় পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে। দুর্ভাগ্যবশত এতে দুই আহত জওয়ান মারা গিয়েছেন।
হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ