মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে রাশিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সিরিয়াতে আসাদ সরকারের সকল শত্রুর বিরুদ্ধে লড়ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রও সেখান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। তবে এখন দেশটি ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের মোকাবেলায় রাশিয়াকে সহযোগিতা করতে ইচ্ছুক। খবর বার্তা সংস্থা আনাদলু।
মার্কিন এম্বাসেডর জেমস জেফরি বলেন, ইসলামিক স্টেটের জিহাদিরা বাদিয়াহ মরুভূমিতে একত্র হচ্ছে। তারা ইতিমধ্যে সেখানে হামলা চালানো শুরু করেছে এবং কিছু অঞ্চল আবারো দখল করে নিয়েছে। কিন্তু আসাদ সরকার ও রাশিয়া এখন ইদলিবে বিদ্রোহীদের দমনে ব্যস্ত। তারা ইসলামিক স্টেটের ওপর নজর দিতে পারছে না। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক স্টেট সেখানে ঘাঁটি গড়েছে এমনকি শহরগুলোতে আবারো হামলা চালাতে শুরু করেছে। সামান্য পরিসরে হলেও তারা কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কিন্তু এখনি তাদেরকে থামিয়ে দিতে হবে। আমরা চাই রাশিয়ার সঙ্গে মিলে এটি করতে। তারা যতদিন ইদলিবে নজর দিয়ে রাখবে ততদিন আমরা ইসলামিক স্টেটকে থামিয়ে রাখবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।