Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেরুজালেমেই দূতাবাস রাখবেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৮ এএম

প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেরুজালেম থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরাবেন না ডেমোক্রেট জো বাইডেন। যখন ইসরাইলের তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এর মধ্য দিয়ে জেরুজালেমকে একতরফাভাবে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন, তখন তার এ সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না জো বাইডেন। কিন্তু আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেট দলে প্রার্থী, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে তিনি বলেছেন, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে দূতাবাস আবার স্থানান্তর করবেন না। বুধবার তিনি ম্যাচাচুসেটসের বস্টনে সমর্থকদের সঙ্গে তহবিল সংগ্রহ সংক্রান্ত এক ভার্চুয়াল বৈঠককালে এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, ওই দূতাবাস সরানো হবে না। তিনি আরো বলেন, দূতাবাস যে ঘটনার প্রেক্ষিতে সরানো হয়েছে তা হওয়া উচিত ছিল না। এটা হওয়া উচিত ছিল এমন প্রেক্ষাপটে যা আমাদেরকে শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ঐকমত্য অর্জনে সাহায্য করতো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ