Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৮ এএম

পরিকল্পনা স্থগিত

ইনকিলাব ডেস্ক : মুম্বাইয়ের জনাকীর্ণ বস্তিগুলোতে হাজার হাজার মানুষকে ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহের যে পরিকল্পনা ভারত সরকার নিয়েছিলো তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা জানান যে বহুল আলোচিত তবে অপরীক্ষিত ওষুধটির কার্যকারিতা পরীক্ষার জন্য এটি ব্যাপকভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এসএএম,এপি।


বিপক্ষে ট্রাম্প
ইনকিলাব ডেস্ক : মৃতের সংখ্যা বাড়লেও দেশে আবারো জরুরী অবস্থা জারি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অর্থনীতি বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আর্থিক খাতে যত দ্রুত সম্ভব গতিশীলতা ফিরিয়ে আনতে হবে। রয়টার্স।


বৈঠকের ঘোষণা
ইনকিলাব ডেস্ক : দুই মাস বিলম্বের পর মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের সবচেয়ে বড় বার্ষিক রাজনৈতিক বৈঠক। চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) এর পার্লামেন্টারি বৈঠক সাধারণত প্রতিবছর মার্চে অনুষ্ঠিত হয়। বুধবার এনপিসি’র স্ট্যান্ডিং কমিটি আগামী ২২ মে পার্লামেন্টারি বৈঠক শুরুর ঘোষণা দেয়। সিনহুয়া।

 

যুক্তরাষ্ট্রে ৬১ হাজার
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৬১ হাজারে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় ৬০ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ২০ হাজার ৭২০ জন। রয়টার্স।


জীবাণুনাশক স্প্রে
ইনকিলাব ডেস্ক : শিশুদের করোনাভাইরাস থেকে রক্ষাকে অজুহাত হিসেবে দেখিয়ে স্পেনের সমুদ্র তীরে জীবাণুনাশক ছিটিয়েছে। জাহারা দ্য লস আতুনস নামের ওই অবকাশ কেন্দ্র কর্তৃপক্ষ ট্রাক্টর ব্যবহার করে দুই কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে জীবাণুনাশক ছিটিয়েছে। পরিবেশবাদীরা বলছেন, এর ফলে সেখানকার বাস্তুসংস্থানের মারাত্মক ক্ষতি হবে। বিবিসি।


ইয়েমেনে মৃত্যু ২
ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনাভাইরাসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে এটাই প্রথম করোনায় প্রাণহানি। ইয়েমেনের দক্ষিণের শহর এডেনের এক হাসপাতালে দুই ভাই মারা গেছেন। সরকারি সূত্রে এ পর্যন্ত পাঁচজনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বিবিসি।


প্রথম মৃত্যু মালদ্বীপে
ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, রাজধানী মালেতে ৮৩ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে কোভিড-১৯ রোগে এটাই প্রথম মৃত্যু। স্বাস্থ্য মন্ত্রী আব্দুল্লা আমিন দেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।২৮০ জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। আল-জাজিরা।


শ্রীলঙ্কায় কারফিউ
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ২ কোটি ৬৭ লাখের বেশি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৬৪৯ জন। গেল কয়েক দিনে নতুন সংক্রমিতের সংখ্যাও হুট করে বেড়ে যাওয়ায় কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। রাজধানী কলম্বোকে করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবিসি নিউজ।

 

হেলিকপ্টার বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : ন্যাটো মিশনে থাকা কানাডা নৌবাহিনীর একটি হেলিকপ্টার ইতালি ও গ্রিসের মাঝে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এ সময় এতে আরোহী ছিলেন ৬ জন। গ্রিসের বিমান বাহিনী বুধবার বলেছে, গ্রিস ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে ন্যাটো মিশনে থাকা কানাডা নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ