নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের আতঙ্কে বর্তমানে বিশ্বের সবকিছুই থমকে আছে। ক্রীড়াঙ্গনও স্থবির। স্থানীয় ও আন্তর্জাতিক সব খেলা এখন বন্ধ। প্রতিকূল পরিবেশে তাই অনলাইনে শ্যুটিং প্রতিযোগিতা এখন বেশ জনপ্রিয়। চলতি মাসেই জার্মানি ও ভারত থেকে দুটি প্রতিযোগিতার আমন্ত্রণ পেয়েছিলেন দেশসেরা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। কিন্তু সুযোগটি গ্রহণ করেননি তিনি। অংশ নিতে পারেননি দুই প্রতিযোগিতায়।
বাকী বর্তমানে আছেন গাজীপুরস্থ শ্রীপুরের বাসায়। সেখান থেকেই তিনি মুঠোফোনে বলেন, ‘অনলাইনে খেলার জন্য যে সব সরঞ্জাম দরকার তা আমাদের কারো নেই। এ জন্য বাসাতেই ছোট হলেও রেঞ্জ দরকার। যা ভারতের অনেক খেলোয়াড়ের বাসায় আছে। যার জন্য তারা অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। নিজেদের খেলার মধ্যে রাখতে পেরেছেন।’
বাকী আরো বলেন, ‘ক্যারিয়ারের কোনো সময় এতদিন শ্যুটিং ছাড়া থাকিনি। শ্যুটিং করতে হলে মানসিকভাবে দৃঢ় হতে হয়। এখন যা অবস্থা, তাতে করে কবে করোনাভাইরাস থেকে সবাই মুক্তি পাবেন সেটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। করোনা আতঙ্ক কেটে গেলে ফের কবে শ্যুটিং রেঞ্জে নামতো পারব জানি না। তাই একজন শ্যুটার হিসেবে নতুন করে আবারো শুরু করতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।