মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বময় ছড়ানোর জন্য চীনকে দোষারুপ করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক বিষোদগারের জবাবে চীন বলছে, যুক্তরাষ্ট্র নির্লজ্জ মিথ্যাচার করছে। খবর ডয়েচে ভেলের। কোভিড-১৯ বিশ্বজুড়ে সংক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লাগাতার চীনের দিকে আঙুল তুলছিলেন। তার জবাবে বেইজিং জানালো, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ‘নির্লজ্জ মিথ্যা’ বলছেন। চীনের দাবি, যুক্তরাষ্ট্র নিজের ব্যর্থতা আড়াল করতে মানুষের চোখ অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি আক্রমণ না করে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা নির্লজ্জ ভাবে অসত্য প্রচার করছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র মহামারি মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতা ঢাকতেই তারা চীনের দিকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। উহানের যে ল্যাবরেটরির বিরুদ্ধে ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছে, তার প্রধানও মুখ খুলেছেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এ সব কথা বলছেন, তাদের কাছে কোনো তথ্য সূত্র নেই। সম্পূর্ণ মনগড়া অভিযোগ করা হচ্ছে। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।