Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের আচরণ কান্ডজ্ঞানহীন : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৬ এএম

মানসম্মত না হওয়ায় করোনাভাইরাসের পরীক্ষায় চীনের কিট ব্যবহার বন্ধ করে দিয়েছে ভারত। আর ভারতের এমন কর্মকান্ডকে অন্যায় কান্ডজ্ঞানহীন আচরণ বলে দাবি করেছে চীন। সোমবার ভারতের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, চীনের পাঠানো করোনা পরীক্ষার কিট ফেরত দেয়ার পরিকল্পনা করছে তারা। এ নিয়ে ভারতের চীন দ‚তাবাসের মুখপাত্র জিন রং একটি বিবৃতিতে বলেন, চীনের পণ্যকে ত্রæটিপ‚র্ণ বলে চালিয়ে দেয়া এবং এই ব্যাপারগুলোকে প‚র্ব ধারণা দিয়ে বিচার করা নির্দিষ্ট ব্যক্তির কাছে অন্যায় এবং কান্ডজ্ঞানহীন কাজ। বিবৃতিতে জি রং আরো বলেন, শুধু ভারতই না চীন ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কিট এবং মেডিক্যাল পণ্য পাঠিয়েছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে ভারত চীন থেকে প্রায় পাঁচ লাখ করোনা পরীক্ষার কিট আনার সিদ্ধান্ত নেয়। তবে দেশটির দাবি এই কিটগুলো সঠিক ফলাফল দিতে পারছে না। এ নিয়ে চীন দাবি করছে ভারতের পেশাদারিত্বের অভাবের কারণেই তারা সঠিক ফল পাচ্ছে না। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ