Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে ‘বেইজিং বিকিনি’ পরলে জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৫:৩৬ পিএম

করোনা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যবিধি উন্নয়নের উদ্যোগ নিয়েছে চীনের বেইজিং শহর কর্তৃপক্ষ৷ এজন্য কিছু ‘অশোভন আচরণের’ উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা এখন থেকে কার্যকর থাকবে৷

এমন এক আচরণ, প্রকাশ্যে শার্টহীন অবস্থায় থাকা৷ এর মাধ্যমে আসলে ‘বেইজিং বিকিনি’-র উপর নিষেধাজ্ঞা জারি করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ প্রচন্ড গরম থেকে বাঁচতে অনেক চীনা পুরুষ টি-শার্ট পেঁচিয়ে পেটের উপরে তুলে রাখেন৷ এটি ‘বেইজিং বিকিনি’ নামে পরিচিতি৷

গত বছর জিনান নামে চীনের একটি শহর প্রথম এ ধরনের পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ এবার বেইজিং সেই পথে হাঁটলো৷ গত শুক্রবার নতুন আইন ও জরিমানার প্রস্তাব পাস হয়৷ ফলে এখন থেকে প্রকাশ্যে ময়লা ও থুথু ফেললে এবং মলত্যাগ করলে সর্বোচ্চ ২৮ ডলার, অর্থাৎ প্রায় দুই হাজার চারশ’ টাকা জরিমানা করা হবে৷ আগে এমন অপরাধে জরিমানার পরিমাণ ছিল ছয়শ’ টাকা৷

ঠিক জায়গায় ঠিক ময়লা না ফেললেও সর্বোচ্চ দুই হাজার চারশ’ টাকা জরিমানার বিধান করা হয়েছে৷ এছাড়া পাবলিক প্লেসে শব্দদূষণ এবং পোষা কুকুর বাধা অবস্থায় না থাকলে সর্বোচ্চ ছয় হাজার টাকা জরিমানা করা হবে৷ হাঁচি কিংবা কাশি দেয়ার সময় মুখ ও নাক না ঢাকা এবং অসুস্থ অবস্থায় প্রকাশ্যে মাস্ক না পরে বের হলেও জরিমানা করা হবে বলে জানানো হয়েছে৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ