বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের প্রতিটি জেলা লকডাউন ঘোষণা করেছেন সরকার। সেইসাথে প্রতিটি জেলাকে ঝুঁকিপূর্ণও ঘোষণা করা হয়েছে। সারা দেশের ন্যায় রাজশাহীতেও চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন, এরমধ্যে শহরে চলার যানবাহন সব ধরনের অটো ও অটোরিক্সা বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন। ফলে এই সেক্টরে খেটে খাওয়া মানুষগুলো হয়ে পড়েছে কর্মহীন। অটো ও অটোরিক্সা চালকেরা গতকাল রোববার সকালে নগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর বাইপাশ মোড়ে মানববন্ধন করে। সেখান থেকে তারা রাস্তায় নিয়ম মেনে অটো ও অটোরিক্সা চালানোর অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। সেইসাথে অভুক্ত এই পরিবার গুলোর মধ্যে খাদ্যের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসক ও স্থানীয় কাউন্সিলর এবং সিটি মেয়ররের হস্তক্ষেপ কামনা করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।