মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মদে ৩০ মিলিয়ন
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই মানুষটির শরীরের ওজন তিনশ পাউন্ডের বেশি। তিনি প্রচুর ধূমপান করেন। এছাড়া মদ্যপানের জন্য বছরে খরচ হয় ৩০ মিলিয়ন ডলারের বেশি। ৩৬ বছর বয়সী কিম জং উনের দিনে অন্তত চার প্যাকেট সিগারেট লাগে। নিউইয়র্ক পোস্ট।
স্বশাসনের দাবি
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা স্বশাসনের ঘোষণা দিয়েছে। দেশটির একটি বড় অঞ্চলজুড়ে তারা নিজেদের সরকার প্রতিষ্ঠা করেছে বলে জানানো হয়েছে। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এর পরিণতি হবে ভয়াবহ। নতুন ঘোষিত ওই স্বশাসনের অন্তর্ভুক্ত রয়েছে বন্দর নগর এডেন ও ইয়েমেনের সম্পূর্ণ দক্ষিণাঞ্চল। রয়টার্স।
জিম, সুইমিং পুল বন্ধ
ইনকিলাব ডেস্ক : বেইজিংয়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দেয়ায় জিমনেসিয়াম ও সুইমিং পুল বন্ধ করে দিয়েছে চীন। রাশিয়া সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে এক কোটি মানুষের একটি শহর কয়েকদিন আগে কোয়ারেন্টিন করে কর্তৃপক্ষ। তার পরেই বেইজিংয়ে এ ব্যবস্থা নেয়া হয়েছে। রয়টার্স।
যুদ্ধবিরতির আহবান
ইনকিলাব ডেস্ক : পবিত্র রমজান মাসে সব ধরনের সংঘাত-সহিংসতা বন্ধের জন্য লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের নেতারা শনিবার লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে আহবান জানান। পার্সটুডে।
হতাশ পম্পেও
ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের প্রযুক্তিগত উৎকর্ষের মোকাবিলায় আমেরিকার হতাশার বিষয়টি প্রকাশ করে দিয়েছেন। পৃথিবীর কক্ষপথে ইরানের সামরিক কৃত্রিম উপগ্রহ স্থাপনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ হতাশা প্রকাশ করেন। টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেন, ইরান তার মহাকাশ গবেষণা কর্মস‚চিকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ বলে যে দাবি করেছে তা সত্য নয়। পার্সটুডে।
অধিকাংশই অভিবাসী
ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরে নতুন করে আরও ৯৩১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৪। এখন পর্যন্ত মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে, ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার দু’জন। ২৫ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬১৮। রয়টার্স।
২১৬ স্বাস্থ্যকর্মী
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ২১৬ জন স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। করোনাভাইরাসের চিকিৎসায় কাজ করতে এসব স্বাস্থ্যকর্মীকে শনিবার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক দেশেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সঙ্কট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী ২০টির বেশি মেডিক্যাল টিম পাঠিয়েছে কিউবা। রয়টার্স।
আসামে নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : ভারতের আসাম রাজ্যের অন্তত দুইটি মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংশ্লিষ্ট মসজিদ কমিটি। এছাড়া আসামজুড়ে বিভিন্ন মসজিদে একই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। সেখানকার কামরূপ জেলার রাঙ্গিয়ার সাহান মসজিদ কমিটি শনিবার নোটিশ দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস।
বিরক্তি কাটাতে আক্রান্ত
ইনকিলাব ডেস্ক : ভারতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এক ট্রাক চালক সময় কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলায় মত্ত হওয়ার পর সেখান থেকে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে কৃষ্ণা জেলার কালেক্টর এ এমডি ইমতিয়াজ শনিবার জানিয়েছেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।