বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের জকিগঞ্জে ট্রাকভর্তি ভিজিএফ-এর ৫৭০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ বাজারের হাজী ফার্মেসির সামনে এ ঘটনাটি ঘটে। জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ-এর সরকারি ডিলার হলেন যথাক্রমে খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান। তাদের গোডাউন রয়েছে স্থানীয় কালিগঞ্জ বাজারে।গতকাল (২৫ এপ্রিল) তারা ভিজিএফ-এর সরকারি ১৭ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল উত্তোলনের পর সিলেট থেকে পুস্টি মিক্স করে নিজেদের ইউনিয়নে ১০টাকা দামে বিক্রি করার জন্য আজ রোববার সকালে কালিগঞ্জ বাজারে তাদের নিয়ে আসার জন্য রওয়ানা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে। মুর্হুতেই আরো প্রায় অর্ধশত মানুষ এসে ট্রাকভর্তি চাল লুট করতে থাকে। পুলিশ ও খাদ্য অফিসের লোকেরা এসে কিছু চাল উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে কালিগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি এলএসডি আব্দুল করিম জানান- সিলেটের মেঘনা রাইসমিল থেকে পুস্টি মিশিয়ে ডিলারের গোডাউনে পৌছে দেয়ার পথেই কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। এখানে ডিলার দ্বারা চুরি কিংবা আত্মসাতের সুযোগই নেই।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিজন কুমার কুমার সিংহ বলেন, লুট হওয়া চালের প্রকৃত কাগজাধি সঠিক পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।