পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
খুলনায় অধিক মূল্যে আদা বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম।
সহকারী পরিচালক জানান, নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড পাইকারি বাজার তদারকি করে দেখা যায় আদা ২৫০ টাকায় ক্রয় করে (ক্রয় রশিদ অনুযায়ী) ৩২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
প্রতি কেজিতেই লাভ করা হচ্ছে ৭০ টাকা। এ সময় অতিরিক্ত মূল্যে আদা বিক্রির অপরাধে আরমান বাণিজ্য ভাÐারকে ২ হাজার টাকা, নাজনীন বাণিজ্য ভাÐারকে ২ হাজার টাকা, আর আর ট্রেডার্সকে ১ হাজার টাকা ও মক্কা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংস্থার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।