Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

কাশ্মীরে নিহত ৪

ইনকিলাব ডেস্ক : ভারতীয় সেনাবাহিনী বুধবার দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় সোপিয়ান জেলার একটি বাড়িতে ‘সন্ত্রাসীদের’ অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়। ওই অভিযানে চার জন নিহত হয়। বিস্ফোরক দিয়ে বাড়িটি উড়িয়ে দিয়েছে সেনা সদস্যরা। আল-জাজিরা।


থানাতেই বিয়ে
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ পুলিশ এক যুগলের বিয়ের আয়োজন করলো তবে থানাতেই। উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার ধিনা থানায় বিয়ে করেন অনিল এবং জয়তী। থানার ভিতরে রয়েছে একটি শিব মন্দির। সেই মন্দিরেই চার হাত এক করা হল চান্দৌলি জেলার মাহুজি গ্রামের বাসিন্দা অনিল এবং গাজীপুর জেলার বাসিন্দা জয়তীর। এনডিটিভি।


৭০ সহস্রাধিক সেনা
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে চলা লকডাউন নিয়ন্ত্রণে দেশজুড়ে ৭০ সহস্রাধিক সেনা সদস্য মোতায়েন করছে দক্ষিণ আফ্রিকা। বুধবার দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন। আফ্রিকা মহাদেশে মিসরের পরেই সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৪৬৫ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। মারা গেছেন ৫৮ জন। বিবিসি।


হকিংয়ের ভেন্টিলেটর
ইনকিলাব ডেস্ক : পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্যবহৃত ভেন্টিলেটরটি তার পরিবার যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি হাসপাতালে দান করে দিয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতা করতেই এমন পদক্ষেপ নিয়েছে হকিংয়ের পরিবার। রয়্যাল পাপওর্থ নামের ওই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, হকিংয়ের পরিবার ভেন্টিলেটরটি আমাদেরকে দিয়েছে যাতে আমরা আরো বেশি রোগীদের চিকিৎসা করতে পারি। বিবিসি।


মৃত্যুহীন ৮ দিন
ইনকিলাব ডেস্ক : চীন একটানা অষ্টম দিনের মতো নতুন কোনো কোভিড-১৯ এ মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে। এবং এই সংখ্যা গত আট দিনে বদলায়নি। দেশটিতে বুধবার নতুন করে ১০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ জন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ