Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বেকার ভাতার জন্য যুক্তরাষ্ট্রে ৪৪ লাখ কর্মীর আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা মহামারী থেকে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাষ্ট্রে বেকার সমস্যা আরও প্রকট হয়েছে। গতকাল মার্কিন সরকারের দেয়া তথ্য থেকে জানা গেছে, গত সপ্তাহে নতুন করে আরও ৪৪ লাখ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। এ নিয়ে গত পাঁচ সপ্তাহে মোট ২ কোটি ৬০ লাখ বেকার ভাতা দাবি করলেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমসের প্যাট্রিসিয়া কোহেন জানিয়েছেন, এই প্রতিবেদনটি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এবং এই অর্থনীতি বাঁচাতে নিষেধাজ্ঞা তোলা হবে কি না সেই বিতর্ক আরও তীব্রতর করবে। ডয়চে ব্যাংক সিকিওরিটিজের প্রধান আন্তর্জাতিক অর্থনীতিবিদ টর্স্টেন সেøাক বলেছিলেন, ‘যে কারণেই হোক, এই সংখ্যা খুবই দুঃখজনক।’ তিনি জানান, এই সংখ্যা যত বড়ই হোক, এতে সামগ্রিক চাকরি হারানো মানুষের পুরো চিত্রটি প্রকাশ হয় না। তারা যেসব অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছে তাও বোঝা যায় না। তিনি বলেন, ‘যখন মহামারীটি হ্রাস পাবে তখন অর্থনীতি পুনরুদ্ধারে ভ‚মিকা রাখবেন এই নতুন বেকাররা। বর্তমানে বাসা ভাড়া, মুদি দোকান এবং ক্রেডিট কার্ডের বিল দেয়ার জন্য শ্রমিকদের দ্রুত অর্থের প্রয়োজন।’ যদি তাদেরকে বেকারভাতা দেয়া না হয় তবে বৃহত্তর অর্থনীতিতে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তা আরও গভীর হবে এবং সেখান থেকে বের হয়ে আসাও কঠিন হবে সতর্ক করেন তিনি। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ