পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি মসজিদের প্রবেশ পথে দেখা যায়, মুসল্লিদের জুতা রাখার র্যাকগুলোতে সুপারমার্কেটের মতো করে পাস্তা প্যাকেজ, তেলের বোতল, বিস্কুট ইত্যাদি সাজিয়ে রাখা হয়েছে। তবে এগুলো বিক্রির জন্য নয়, করোনা মহামারির কারণে লকডাউনে থাকা দুঃস্থদের জন্য। মসজিদের জানালায় লেখা রয়েছে, যিনি পারবেন তিনি কিছু রেখে যান, যার প্রয়োজন তিনি কিছু নিয়ে যান। করোনা সংক্রমণ এড়াতে তুরস্কের মসজিদগুলোতে জামাত স্থগিত করার পরে সারিয়ের জেলার দাদেমন মসজিদের ইমাম আবদুলসামিত কাকির (৩৩) মাথায় এভাবে গরীবদের জন্য কিছু করার পরিকল্পনা আসে। এ বিষয়ে কাকির বলেন, নামাজ বন্ধ হওয়ার পর থেকে অসহায় মানুষকে সহায়তা করার চিন্তা আমার মাথায় আসে। তিনি জানান, তিনি ওসমানিয়দের আমলে একটি দান সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যা ‘দাতব্য পাথর’ নামে পরিচিত ছিল। এই ব্যবস্থায় ধনীরা পাথরের উপরে বিভিন্ন সামগ্রী দান হিসাবে রেখে যেতেন। অভাবিরা তাদের প্রয়োজন মতো সেখান থেকে কিছু কিছু করে সামগ্রী নিয়ে যেতেন। জানা গেছে, স্থানীয়দের দেয়া ত্রাণেই চলছে মসজিদের ভেতরকার ওই সুপারশপ। তবে মসজিদটিতে কোন টাকা নেয়া হয় না। ধনীরা দরিদ্রদের জন্য পণ্য ওই মসজিদে রেখে যান বলে জানিয়েছেন মসজিদের ইমাম। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।