Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চবির কেন্দ্রীয় লাইব্রেরির ১৪ কম্পিউটার চুরি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:১৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টার থেকে ১৪টি কম্পিউটার চুরি হয়েছে।

মঙ্গলবার রাতে চুরির বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে প্রতিবন্ধীদের পড়ালেখার সুবিধার্থে সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে এনজিও সংস্থা ইপসা এ ই-লার্নিং সেন্টার তৈরি করে। গতবছর সেখানে ১৪টি কম্পিউটার বসানো হয়।

এরমধ্যে ৪টি কম্পিউটারের সিপিইউ, ১৪টি মনিটর চুরি হয়ে গেছে। আরও ৪টি সিপিইউ পরিত্যক্ত অবস্থায় লাইব্রেরির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

চবির লাইব্রেরিয়ান এ কে এম মাহফুজুল হক বলেন, গ্রীল কেটে সবকটি কম্পিউটারের মনিটর এবং ৪টির সিপিইউ নিয়ে গেছে চোরেরা।

প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। লাইব্রেরির পেছনের পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি সিপিইউ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করছি- বেশ কিছু দিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে দুর্বৃত্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ