মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টেস্ট বাধ্যতামূলক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বোলিনাস শহরে সবার জন্য করোনা ভাইরাসের টেস্ট বাধ্যতাম‚লক করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কলরাডোর টেলুরাইড এবং ফ্লোরিডার ফিসার আইল্যান্ড শহরেও বিনাম‚ল্যে সকল বাসিন্দাদের বাধ্যতাম‚লকভাবে করানো হচ্ছে করোনা
পরীক্ষা। সিএনএন।
১০ জুন পর্যন্ত বন্ধ
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ সময়ে বন্ধ থাকবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্যও এ সিদ্ধান্ত কার্যকর হবে। এনডিটিভি।
জোট সরকার ইসরাইলে
ইনকিলাব ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী ইসরাইলের সেনাবাহিনীর সাবেক প্রধান বেনি গ্যান্টজ একটি জরুরি জোট সরকার গঠনের চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার তিন বছর মেয়াদি এক চুক্তি স্বাক্ষর করেছেন তারা। চুক্তি অনুযায়ী, প্রথম দেড় বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু আর পরের দেড় বছর দায়িত্ব পালন করবেন সাবেক সেনাপ্রধান বেনি গ্যান্টজ। সিএনএন।
আবার আগের পৃথিবীতে
ইনকিলাব ডেস্ক : আবার আগের পৃথিবীতে ফিরে এসেছে দক্ষিণ কোরিয়া। কর্মচঞ্চলতা-হাসি-আড্ডা সবকিছুই সেই আগের মতোই। কাজে ফিরতে শুরু করেছেন নাগরিকরা। পার্ক, রেস্টুরেন্ট, শপিংমলে ভিড় করতে শুরু করেছে মানুষ। করোনার প্রকোপ কমতে থাকায় সারাদেশেই লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু সামাজিক দূরত্ব বিধি মেনে চলার মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে। রয়টার্স।
কাশতে কাশতে বিক্ষোভে
ইনকিলাব ডেস্ক : এবার কাশতে কাশতে লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। রোববার ব্রাসিলিয়ায় সেনাবাহিনীর সদরদফতরের সামনে লকডাউন তুলে নেয়ার দাবিতে বিক্ষোভকারীর সঙ্গে তিনিও গিয়ে হাজির হন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বোলসোনারো বলেন, আপনাদের প্রতি আস্থা আছে বলেই আমি এখানে এসেছি। আর ব্রাজিলের প্রতি আস্থার কারণে আপনারা এখানে। সিএনএন।
ভার্জিন অস্ট্রেলিয়া
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের ভিকটিম ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ এয়ারলাইন্স। এর ২০ শতাংশের মালিকানা রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সেরও। তবে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এখন এই এয়ারলাইন্সের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এয়ারলাইন্সটি স্বেচ্ছায়ই সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। এর আগে ভার্জিন অস্ট্রেলিয়া দেশটির ফেডারেল সরকারের কাছে প্রায় ৯০ কোটি ডলার ঋণের অনুমোদন চেয়ে আবেদন করে। ওয়েবসাইট।
স্বচ্ছ হওয়ার আহবান
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের উৎস নিয়ে চীনকে যথাসম্ভব স্বচ্ছ হওয়ার আহবান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। উহান থেকে ছড়িয়ে পড়া মহামারির শুরুর দিনগুলো সম্পর্কে মের্কেল চীনকে আরো তথ্য দেওয়ার অনুরোধ করেছেন। সোমবার তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ভাইরাসের উৎস নিয়ে চীন যত বেশি স্বচ্ছ হবে, ততই প্রত্যেকের জন্য ভালো হবে। বিশ্বের প্রত্যেকে এ থেকে শিক্ষা নিতে পারবে।’ রয়টার্স।
৫৩ সাংবাদিক আক্রান্ত
ইনকিলাব ডেস্ক : ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের ১৬৭ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানের শারীরিক পরীক্ষা হয়। এতে ৫৩ জন সাংবাদিকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানায়। মুম্বাইয়ে এখনও পর্যন্ত ১৭১ জন সাংবাদিকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা
হয়েছে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।