মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের একটি সিকিউরিটি চেকপয়েন্টে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির উত্তর টাখার প্রদেশে তাজিকিস্তান সীমান্তে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর নিশ্চিত করেছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু।
আফগান পুলিশ সদর দফতরের মুকপাত্র খলিল আছির বলেন, আক্রমণ প্রতিহত করা হয়েছিল এবং এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, এর আগে একই রকম মারাত্মক হামলা চালানো হয়েছিল বাল্ক, জাওজ্জান ও উরুজগান প্রদেশে। এতে ২৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়।
আফগান সরকার এবং তালেবান বিদ্রোহীদের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ার কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত দেশটির সরকার ৩০০ জনের অধিক তালেবান বন্দিদের মুক্তি দিয়েছে এবং তালেবানরা ৪০ জনকে ছেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।