পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বেই। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। দেশে দেশে লকডাউন, জরুরি অবস্থা জারিতেও থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। গতকাল রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে ২৪ লাখ ২৫ হাজার ৪৩৭জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যুবরণ করেন এক লাখ ৬৬ হাজার ৬৭জন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। চীনের পর যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের দেশ স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানী, তুরস্ক এখন করোনার হটস্পট। এসব দেশে স্থানীয় অধিবাসীদের পাশাপাশি মৃত্যু হচ্ছে প্রবাসী বাংলাদেশীদেরও। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৩২০জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রবাসী বাংলাদেশীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। এই দেশটিতে এ পর্যন্ত অন্তত: ১৭০জন বাংলাদেশী করোনায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০জন বাংলাদেশী নিউইয়র্কেই মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েকশত বাংলাদেশী। বিদেশে থাকা বাংলাদেশী নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীরাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকি এবং ভয়ের মধ্যে রয়েছেন।
যদিও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রায় সাড়ে ৬লাখ প্রবাসী বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু এখনো বিপুল সংখ্যক বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। অন্যান্যদের সাথে সাথে তাই করোনায় আক্রান্ত ও মৃত্যুর এই সারি থেকে বাদ পড়ছেন না প্রবাসী বাংলাদেশীরাও। চিকিৎসক, শিল্পী, শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণীসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশী রয়েছেন যুক্তরাজ্যে। এই দেশটি সেখানে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা সরকারিভাবে প্রকাশ না করলেও স্থানীয় বাংলাদেশী ও বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের তথ্য অনুযায়ি শতাধিক বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ১৭, কানাডায় ৬ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, ফ্রান্সে ৪ জন, কাতারে ৪, ওমানে ১, সংযুক্ত আরব আমিরাতে ১, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশী প্রবাসীরা করোনাভাইরাসে আক্রান্ত হন। সেখানে এ পর্যন্ত প্রায় তিন হাজার বাংলাদেশী নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনো বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।