মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড-১৯ মহামারীর মধ্যে চাপে থাকা প্রতিষ্ঠানগুলোর শত্রুর হাতে পড়া ঠেকাতে ভারত তার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নীতিতে সংশোধনী এনেছে। দৃশ্যত চীনকে লক্ষ্য করেই এই নীতি প্রণয়ন করা হয়েছে এবং এ ব্যাপারে দেশটির কাছ থেকেই প্রথম প্রতিক্রিয়াটি এসেছে। এতে চীন বলেছে যে তারা কেবল আন্তর্জাতিক সহযোগিতার আলোকে কাজ করছে এবং তাদের কার্যক্রম দায়িত্বশীল দেশের মতো। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েদং কয়েক দফা টুইটে বলেন, চীনই প্রথম মহামারীটির ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দিয়েছিল এবং দেশটি বৈশ্বিক চিকিৎসা সামগ্রী সরবরাহে ‘বিশ্ব কারখানা’ হিসেবে কাজ করছে। তিনি বলেন, এই সময় বলির পাঁঠা বানানোর বদলে সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, প্রথম দেশ হিসেবে ভাইরাসটি সম্পর্কে বিশ্বকে সতর্ক করে দিয়ে চীন বিশ্বের প্রতিরক্ষাব্যবস্থার ঢাল হিসেবে কাজ করেছে। শক্তি, একাগ্রতা ও আত্মত্যাগের মাধ্যমে ভাইরাসটি মোকাবিলা করে চীন চূড়ান্ত বিজয়ে বৈশ্বিক আস্থা বৃদ্ধি করেছে। তিনি এ ব্যাপারে চীনা স্টেট কাউন্সিলর ও অর্থনমন্ত্রী ওয়াং ইয়ির বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, চীন ধাপে ধাপে তার অর্থনীতি ও সমাজকে স্বাভাবিক অবস্থায় নিয়ে গেছে। বিশ্বের কারখানার প্রথম দিকে অর্থনৈতিক পুনঃচালুতে চাপে থাকা বৈশ্বিক চিকিৎসা সরবরাহকে ব্যাপকভাবে সহজ করেছ। এর ফলে বিশ্ব অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সুযোগ পেয়েছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।