Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

 

জ্বালানি তেলের দাম
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেলের দাম। সোমবার এ দাম ২১ বছর আগে ফিরে গেল। করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রয়েছে শিল্প কারখানা। এতে চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় অব্যাহতভাবে কমছে তেলের দাম। এছাড়া শেল তেলের রপ্তানিকারক দেশে যুক্তরাষ্ট্রে
মজুদ বেড়েছে যথেষ্ট
পরিমাণ। রয়টার্স।


হ্যারি পটার বাস
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার এনএইচএস কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্ছে হ্যারি পটার ছবির দৃশ্য দিয়ে সাজানো কয়েকটি বাস। কিন্তু লকডাউন চলায় এনএইচএস কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্ছে এগুলো। ভোর ৬টা ও রাত ১০ টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা পরিবহন সেবা পাচ্ছেন। রয়টার্স।


অনলাইনে বিয়ে
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের কারণে যাদের বিয়ে আটকে গেছে সেই জুটিরা এবার খুব শিগগিরই গাঁটছড়া বাঁধার সুযোগ পাচ্ছেন। বিয়ের ব্যবস্থা চালু হচ্ছে অনলাইনেই। নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এমন একটি আদেশে এরই মধ্যে সই করেছেন। অনলাইনেই এখন থেকে হয়ে যাবে সমস্ত
কাজ। সিএনএন।

মুড়ি খেয়ে ৪ দিন
ইনকিলাব ডেস্ক : লকডাউনের কারণে কাজে বের হতে পারছেন না পরিবারের উপার্জনকারীরা। কেউ ত্রাণ দিয়েও সাহায্য করছেন না। চুলায় জ্বলছে না আগুন। নিরুপায় হয়ে গত চার দিন ধরে মুড়ি খেয়েইক্ষুধা মেটাচ্ছেন তারা। এমন কষ্টকর দিনযাপন শুধু একজনের নয়, ভারতের পাঁচটি পরিবারের এই হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এবিপি।


তেল চুরিতে ব্যস্ত
ইনকিলাব ডেস্ক : করোনার ভয়াবহ দুর্যোগের মাঝে আমেরিকার বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ তুলেছেন সিরিয়ার এক সাংবাদিক। তিনি বলেন, জ্বালানি তেল চুরি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার আঞ্চলিক মিত্ররা। তেল চোরাচালানে সহায়তাকারী স্থানীয়রা শেষ পর্যন্ত কামানের খোরাকে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাই আল-ইয়োম।


জাপানে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : জাপানের পূর্ব উপকূলে সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। তবে, এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্তি্বক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ৪১.৭ কিলোমিটার গভীরে এবং মিয়াগি অঞ্চল উপকূলের ৫০ কিলোমিটারের কম
দূরত্বে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ