Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

 

করবে না আসাম
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে চীন থেকে আনা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই ) ব্যবহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা ওই পিপিই’র মান নিয়ে প্রশ্ন তোলার পর আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এনডিটিভি।

কিলার ড্রোন
ইনকিলাব ডেস্ক : বোমা ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ১৫০০ কিলোমিটার পাল্লার কিলার ড্রোনের তৈরি করেছে ইরানি সশস্ত্র বাহিনী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এমন দাবি করেন। তিনি বলেন, উল্লেখযোগ্য দূরত্ব থেকে শত্রু র গতিবিধিতে নজরদারি করতে পারবে এই ড্রোন। এছাড়া যুদ্ধমিশন পরিচালনেও সক্ষম এটি। কমপক্ষে তিনটি বোমা একবারে বহন করতে পারবে এই কিলার ড্রোন। দ্য ন্যাশনাল।


মাস্ক না পরায় খুন
ইনকিলাব ডেস্ক : মাস্ক ব্যবহার অমান্য করায় নিজের ছেলেকে খুন করল বাবা। মৃতের নাম শীর্ষেন্দু মল্লিক (৪৫)। লকডাউনের মধ্যেই শনিবার এ ঘটনা ঘটল ভারতের উত্তর কলকাতায়। ছেলে খুন করার পর স্থানীয় শ্যামপুকুর থানায় এসে আত্মসমর্পণ করে ৭৮ বছরের বৃদ্ধ নিজেকে বংশীধর মল্লিক বলে পরিচয় দিয়ে জানান, ছেলেকে খুন করে এসেছি! আত্মসমর্পণ করতে চাই। হিন্দুস্তান টাইম।


এমন প্রমাণ নেই
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পরে পুনরায় এই ভাইরাস সংক্রমণ ঘটবে না এমন ধারণার পক্ষে এখনও কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ অ্যান্টিবডি পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ মহামারী বিশেষজ্ঞরা এ কথা বলছেন। টেলিগ্রাফ।


নতুন নির্দেশনা
ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরে ওয়ার্কপারমিট এবং এস-পাস আছে নির্মাণ খাতের এমন শ্রমিকদেরকে আজ সোমবার থেকে ১৪ দিনের স্টে-হোম বা ঘরে থাকতে হবে। সেখানে নির্মাণ শ্রমিকদের মধ্যে বেশি করে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত কার্যকর থাকবে। স্ট্রেইটস টাইমস।


মহাকাশেও আশঙ্কা
ইনকিলাব ডেস্ক : মহাকাশে করোনা সংক্রমণ পৌঁছে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গেল সপ্তাহে একটি রকেট রশিয়া থেকে মহাকাশে যাত্রা শুরু করে। এ সময় এতে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশনের ডেপুটি হেড অব এভজিনি মিকরিন ছিলেন। ফিরে আসার পর তার শরীরে করোনা ধরা পড়েছে। ওয়েবসাইট।


নাইজেরিয়ায় নিহত ৫
ইনকিলাব ডেস্ক : জঙ্গি হামলায় বাস্ত্যুচুত হাজার হাজার মানুষের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরণের সময় নাইজেরিয়ায় পদদলনে এক তরুণীসহ অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তর-প‚র্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে এই পদদলনে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এএফপি।


৬.৯ মাত্রার ভ‚মিকম্প
ইনকিলাব ডেস্ক : ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে জাপানের ওগাসাওয়ারা দ্বীপে। শনিবার রাতে রাজধানী টোকিও থেকে দক্ষিণে অবস্থিত এই দ্বীপে শক্তিশালী ভ‚মিকম্পটি আঘাত হানে। ভ‚মিকম্পে পুরো দ্বীপটি কেঁপে উঠলেও বড় ধরনের কোনও ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামিরও কোনও সতর্কতা জারি করা হয়নি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ