Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওজনে কম দেয়ায় চালের পাইকারকে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

প্রতি ৫০ কেজির চালের বস্তায় এক কেজি কম। এভাবে প্রতিদিন চালের ওজন কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন বিক্রেতা। এ অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কলাপট্টির মেসার্স আহম্মেদ রাইস নামের এক পাইকারি চাল আড়তকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। এছাড়া নিত্যপণ্য ওজনে কম দেয়ার অপরাধে টিসিবির ট্রাক সেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ি ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মÐল।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের মাধ্যমে গতকাল যাত্রাবাড়ির কলাপট্টি চালের পাইকারি আড়ত, মতিঝিলের এজিবি কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আহম্মেদ রাইসে’র বিক্রি করা ৫০ কেজির চাউলের বস্তা ওজন দেয়া হলে তা ৪৯ কেজি ১৭ গ্রাম হয়। অর্থাৎ ৫০ কেজিতে প্রায় এক কেজি চাল কম দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ অপরাধে মেসার্স আহম্মেদ রাইসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বস্তার ওজন অনুযায়ী যেন মূল্য নেয়া হয়, সেজন্য সতর্ক করা হয়।
এছাড়া ওজনে কম দেয়ার অপরাধে মেসার্স আল আমিন রাইসকে ২ হাজার টাকা এবং মতিঝিল এজিবি কলোনির সমনে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রির প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল স্টোরকে (টিসিবির ট্রাক সেল) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি চিনি, ছোলা, ডাল ইত্যাদি ট্রাকসেলে ওজনে কম দিচ্ছিল। এ সময় তাদের এ ধরনের অনৈতিক কর্মকাÐ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লোভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা এবং জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহŸান জানানো হয়।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ সরকারি কর্মকর্তা।
এদিকে করোনাভাইরাসের উদ্বুদ্ধ পরিস্থিতি ও আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজধানীতে বাজার তদারকির জন্য আরো তিনটি অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাজধানীর মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা, প্রগতি সরণি, বারিধারা নতুনবাজার, গুলশান-১, গুলশান-২, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা এসব অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি নেওয়ায় উত্তর বাড্ডার মুনইম কৃষি বাজার ও প্রগতি সরণির রোডের ওয়াহিদ জেনারেল স্টোরকে জরিমানা করা হয়। এ সময় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান সামাজিক দূরত্ব বজায় রেখে ভোক্তা এবং ব্যবসায়ীদের পণ্য কেনা-বেচা করার জন্য অনুরোধ করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অহেতুক না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ