Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ এএম



সৈকত বন্ধ
ইনকিলাব ডেস্ক : করোনা লড়াইয়ে হাওয়াই দ্বীপের সব সৈকত বন্ধ করার ঘোষণা দিলেন রাজ্যের গভর্নর ডেভিড ইগে। এ নিষেধাজ্ঞা থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা সাঁতার ও সার্ফিং করতে পারবে কেবল সামাজিক দূরত্ব মেনে। তবে রৌদ্র্যোস্নান, পিকনিক ও কোনো খেলা খেলতে পারবেন না। সিএনএন।


বিজয় ঘোষণা
ইনকিলাব ডেস্ক : ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার দারিদ্র্যপীড়িত দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের বিপক্ষে বিজয় ঘোষণা করেছেন। কারণ নতুন করে আক্রান্ত রোগী আসছে না। ছয় সপ্তাহ আগে ইতালির প্রধানমন্ত্রী বলেছিলেন যে করোনার বিরুদ্ধে ইতালির বিজয় নির্ভর করবে যতোদিন সংক্রমণ উন্নত উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রয়টার্স।


সরে আসল যুক্তরাজ্য
ইনকিলাব ডেস্ক : করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের মতো সম্প্রতি কারাগারগুলো থেকে বাছাইকৃত কিছু বন্দীকে মুক্তি দেয়ার উদ্যোগ থেকে সরে আসল যুক্তরাজ্য। নির্দিষ্ট মানদন্ডের বাইরে ভুল করে ছয় অপরাধীকে মুক্তি দেয়ার ঘটনায় বন্দী মুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে দেশটি। বিবিসি।


চিফ অব স্টাফ
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আবা কাইয়ারির মৃত্যুর খবর শুক্রবার টুইটারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের দ্জুন মুখপাত্র। নাইজেরিয়ান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহযোগী ও দেশটির অন্যতম শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি। ২০১৫ সালে চিফ অব স্টাফের দায়িত্ব পান এ রাজনীতিবিদ। নিউইয়র্ক পোস্ট, ব্লুমবার্গ।


রাশিয়ায় ৩২ হাজার
ইনকিলাব ডেস্ক : রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৩২ হাজার আট জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার চার হাজার ৬৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরটি।
মুখ ঢাকতে হবে

ইনকিলাব ডেস্ক : কানাডার পরিবহন সংস্থা এক ঘোষণায় জানিয়েছে যে, ভ্রমণের সময় সব এয়ারলাইন্সের যাত্রীদের নন-মেডিক্যাল মাস্ক পরতে হবে অথবা মুখ ঢেকে রাখতে হবে। করোনার বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরে সব কার্যক্রম এবং ফ্লাইটের সময় যাত্রীদের অবশ্যই মুখ ঢেকে রাখতে বলা হয়েছে। রয়টার্স।


শীর্ষে ইন্দোনেশিয়া
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোকে পেছনে ফেলেছে। দেশটিতে প্রায় ৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রয়টার্স।


আক্রান্ত-মৃত্যু বাড়ছে
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোতে প্রথমদিকে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে নতুন করে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫৭৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৭৫ এবং মোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। রয়টার্স।


মাস্ক পরে বর-কনে
ইনকিলাব ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতির বিয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও মুখে মাস্ক পরেই সামাজিক আচার মেনে বিয়ে সেরেছেন পাত্র-পাত্রী। বৃহস্পতিবার খড়গপুরের ওই বিয়ে মাস্ক পরেই সম্পন্ন করেন পুরোহিত। তবে দুঃস্থদের খাওয়াতে ৩১ হাজার টাকা অনুদান দিয়েছেন ওই নবদম্পতি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ