পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শ্বাসকষ্ট, সর্দি-জ্বর ইত্যাদি করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্নস্থানে আরো ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো তথ্যের আলোকে ডেস্ক রিপোর্টÑ
বরিশাল ব্যুরো : দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার লক্ষণ নিয়ে কলাপাড়ার এক নারীর মৃত্যু হয়। তবে তার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এছাড়া গতকাল সন্ধ্যা পৌঁনে ৬টায় শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭২ বছর বয়সী এক মৃত্যু হয়েছে। তিনি অ্যাজমাজনিত শ্বাসকষ্ট ও ডায়বেটিকসে ভুগছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
খুলনা ব্যুরো : খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে ভোরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামে।
সিলেট ব্যুরো : সিলেটে করোনা উপসর্গ নিয়ে (১০) এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নগরের শাহজালাল উপ-শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। তার শারীরিক অবস্থা খারাপ হলে দুপুরে স্বজনরা তাকে প্রথমে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটির করোনা ভাইরাসের লক্ষণ দেখে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু স্বজনরা শিশুটিকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর : নারায়ণগঞ্জ থেকে আসা রংপুরের পীরগঞ্জ উপজেলার খষ্টি গ্রামে ফারুখ মিয়া নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এলাকাবাসী ও স্বজনরা জানায়, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামের ডা. আব্দুল জলিলের ছেলে ফারুখ মিয়া (২৯) গত ১০/১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে পীরগঞ্জের বাড়িতে আসেন। তিনি গত তিন দিন ধরে শ্বাসকষ্টসহ সর্দি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এরই মধ্যে গতকাল ভোরে তিনি মারা যান।
নওগাঁ : জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে নওগাঁয় ফেরার পর এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার চকদেবপাড়ার বাসায় গতকাল সকাল ৬ টার দিকে ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। দুইদিন আগে তিনি ঢাকা থেকে সর্দি-জ্বর নিয়ে বাড়ি ফেরেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কানের ব্যথাসহ জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক শিশুর (৯) মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার পানান গ্রামের নিজ বাড়িতে মারা যায় শিশুটি।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই শিশু কানের ব্যথাসহ জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলো। গতকাল সকালে প্রচÐ ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি থাকা এক যুবকের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল ভোরে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ জানান, তিনি শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে গত বুধবার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় নমুনা সংগ্রহ করে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল ভোরে তিনি মারা যান। পরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে গভীর রাতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম শিশুটির নমুনা সংগ্রহ করে।
সীতাকুÐ (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুÐে করোনা আক্রান্ত এক ব্যক্তির (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।