Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

 

স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস সংকটের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক ম্যান্দেত্তাকেকে বরখাস্ত করা হয়েছে। তবে তার বরখাস্তের ঘটনায় ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে করোনা আক্রান্ত দেশ ব্রাজিল। সেখানে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। এনপিআর।


পেন্টাগনের ২৮৮৯ কর্মী
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের আরও ২ হাজার ৮৮৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই কর্মী মারা গেছেন। প্রতিরক্ষা দফতরে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সিএনএন।


সবাই উন্নীত
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের কারণে সউদী আরবে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সবাইকেই পরের ক্লাস/সেমিস্টারে উন্নীত করার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। কিন্ডারগার্টেন, এলিমেন্টারি, মিডল স্কুল ও সেকেন্ডারি লেভেলের সব শিক্ষার্থীর জন্যই এই নির্দেশনা প্রযোজ্য হবে। আরব নিউজ।


থার্মাল ক্যামেরা
ইনকিলাব ডেস্ক : মদিনার মসজিদে নববীতে থার্মাল-বডি ক্যামেরা সচল করেছে সউদী আরব। করোনাভাইরাস রুখতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে একই সময়ে ২৫ মুসল্লির তাপমাত্রা পরীক্ষা করা সম্ভব হবে। ৯ মিটার দূর থেকে এই স্বয়ংক্রিয় যন্ত্র কাজ করবে। এরপর প্রতিটি ব্যক্তিকে নিয়ে অডিও ও ভিজ্যুয়াল ধারণা দেবে। এসপিএ।


সিকিমে শূন্য
ইনকিলাব ডেস্ক : অস্বাভাবিকভাবেই সিকিমে এখনও করোনা আক্রান্তের সংখ্যা শূন্য। পর্যটন এলাকা সিকিমের ধারেকাছেও ঘেঁষতে পারেনি করোনাভাইরাস। ১৬ মার্চ বিদেশি ও দেশি পর্যটকদের সিকিমে ঢোকার সব রাস্তা বন্ধ করে প্রবেশ একেবার নিষিদ্ধ করা হয়। আর যেসব পর্যটক রাজ্যে আটকা পড়ে, তাদের কোয়ারেন্টিনে নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ