Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্তর অব্যাহত সহযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক এবং বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের মানবিকতার বিষয়টি সুবিধিত। তিনি যেমন স্বতঃপ্রণোদিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তেমনি তার কাছে যারা সাহায্যের জন্য যান, তাদের খালি হাতে ফিরতে হয় না। তার এমন অনেক সহযোগিতা রয়েছে, যা সাময়িক নয়, বরং তা স্থায়ীভাবে বলবৎ থাকে। অসহায় অনেক পরিবারের মাসিক ভিত্তিতে খরচ দিয়ে থাকেন। করোনার এই ভয়ংকর সময়ে অসহায় মানুষের পাশে যেমন অবিরাম সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন, তেমনি অনেকের অসুস্থতা এবং অন্যান্য সমস্যায়ও পাশে দাঁড়িয়েছেন। গতকাল মসজিদের এক ইমাম সাহেব অনন্তর ফ্যাক্টরিতে দেখা করতে ও সহযোগিতার কথা জানতে এসেছিলেন। তিনি ক্যানসারে আক্রান্ত, কেমোথেরাপির জন্য ২০ হাজার টাকা প্রয়োজন। এ কথা শোনার সাথে সাথে তিনি ২০ হাজার টাকা প্রদান করেন। ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার সময় বাসার গেটে দেখেন এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন। ভদ্রমহিলার স্বামী অসুস্থ, কাজ করতে পারেন না। মানবেতর জীবনযাপন করছেন। মেয়ে ঢাকা ভার্সিটিতে অধ্যায়নরত। সংসারের খরচ চালানোর কোন উপায় না পেয়ে অনন্তর কাছে এসেছেন। তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন, সত্যিকার অর্থে পরিবারটি অনেক অসহায়। তিনি মহিলাকে জিজ্ঞেস করেন প্রতিমাসের সংসার খরচ বাবদ উনার এখন কত টাকা প্রয়োজন? তিনি জানান, ১০ হাজার টাকা। অনন্ত প্রতি মাসে তাকে ১০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করে দেন। মিজান গাজী চলচ্চিত্রের সাবেক প্রোডাকশন ম্যানেজার। হঠাৎ ব্রেনস্টক হওয়ায় শারীরিক অসুবিধার কারনে প্রোডাকশন ম্যানেজারের কাজ হারান। আয় ও সঞ্চয় না থাকায় স্ত্রী ও ৪ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই মাসের শুরুতে শাহরিয়ার নাজিম জয়ের টকশোতে এসব জানার পর মিজান গাজীকে প্রতিমাসে দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন এবং এ মাস থেকেই তাকে মাসে দশ হাজার টাকা করে দিচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন, এ সহযোগিতা অব্যহত থাকবে এবং উনার দুই বড় মেয়ের বিয়েতেও সহযোগিতা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ