মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীনের ল্যাবরেটরিতে করোনাভাইরাস তৈরি হয়েছে কিনা, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আমেরিকা। এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিলো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। -সাউথ চায়না মর্নিং পোস্ট, বেইজিং ইয়ুথ ডেইলি, শেনজেন টিভি
এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছিলেন, চীনের হুবেই প্রদেশের কোনো গবেষণাগারেই প্রাণঘাতী করোনাভাইরাস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেই ইতোমধ্যে বেশ কয়েকবার জানানো হয়েছে যে, ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরির কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক এবং গবেষকরাও এমন দাবির কোনো ভিত্তি নেই বলেই বিশ্বাস করেন। তিনি আরও বলেন, করোনাভাইরাস সম্পূর্ণ প্রাকৃতিক এবং সেটি বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমেই প্রমাণিত হবে।
ঝাও লিজিয়ান দাবি করেন, করোনাভাইরাস ইস্যুতে চীনের অবস্থান বরাবরের মতোই স্বচ্ছ এবং সুস্পষ্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।