মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মোকাবিলায় পাকিস্তানকে ১.৩৮৬ বিলিয়ন (১৩৮ কোটি ৬০ লাখ) ডলার সাহায্যের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএমএফ-এর তরফে বলা হয়েছে, ‘করোনার প্রাদুর্ভাব পাকিস্তানের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’ উল্লেখ্য, দিনকয়েক আগেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতা ও সংস্থানগুলির কাছে করোনার ব্যাপারে সাহায্য চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আইএমএফের আরটিআই কর্মসূচির আওতায় কম সুদে দ্রুত মিলবে, এমন কোনও লোনের আবেদন করেছিল পাকিস্তান।
উল্লেখ্য, ইতিমধ্যে পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯০০ পার করে ফেলেছে। মৃত্যু হয়েছে ১২৮ জনের। মারণ ভাইরাসের কনল থেকে সেরে উঠেছেন ১৬৪৫ জন।
পরিসংখ্যান জনাচ্ছে, পাকিস্তানে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে পাঞ্জাব প্রদেশ। এরপরেই সিন্ধু প্রদেশ রয়েছে আক্রান্তের তালিকায়। অন্যদিকে, মঙ্গলবারেই দেশের কিছু ক্ষেত্রে সামান্য ছাড় দিয়ে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন ইমরান খান। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।