Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

 

সিঙ্গাপুরে একদিনে ৪৪৭
ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরে বুধবার একদিনে ৪৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। নতুন আক্রান্তের ৪০৪ জন আগের বিভিন্ন ক্লাস্টারের। আক্রান্তদের মধ্যে ৪০৪ জনই প্রবাসী শ্রমিক; যারা ডরমেটরিতে বসবাস করেন। সিএনএন।


২৭ হাজার চিকিৎসাকর্মী
ইনকিলাব ডেস্ক : স্পেনের ২৭ হাজারেরও বেশি চিকিৎসাকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এই তথ্য জানিয়েছেন। এদিকে লকডাউন শিথিলের পর দেশটিতে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। এনবিসিনিউজ।


ইসরাইলের রকেট হামলা
ইনকিলাব ডেস্ক : লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর একটি গাড়িকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার অভ্যন্তরে ওই হামলা চালানো হয়। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে জেদিয়াত ইয়াবুস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি লেবাননের বেকা উপত্যকার কাছাকাছি অবস্থিত। হামলায় হিজবুল্লাহর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসটিভি।


কাশি দেয়ায় গুলি
ইনকিলাব ডেস্ক : লুডু খেলার সময় হাঁচি দেয়াই কাল হয়েছে প্রশান্তের। ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় লুডু খেলার সময় প্রশান্ত নামের এক যুবক হাঁচি দেয়ায় সাথে থাকা লোকজন তাকে গুলি করে। তাদের দাবি, সে হাঁচি দিয়ে করোনা ছড়াতে চেয়েছিল। সে কারণেই তাকে গুলি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দয়ানগর গ্রামে ওই ঘটনা ঘটেছে। ওই যুবকসহ চারজন লুডু খেলছিল। ওয়েবসাইট।


কাশ্মীরি শিশুর দান
ইনকিলাব ডেস্ক : টিফিনের টাকা বাঁচিয়ে করোনাভাইরাসের চিকিৎসা সহায়তায় দান করল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের আট বছর বয়সী এক শিশু। আট বছরের শিশুর এমন মহানুভবতার স্তুতি গাইছেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করে ওই বালকের প্রশংসা করছেন নেটিজেনরা। এনডিটিভি।


পরীক্ষা ছাড়াই পাস
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাসের কারণে স্পেনে স্কুলে পড়া সকল শিক্ষার্থীদের কোন রকম পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেয়া হবে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ইসাবেল সেলা। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কোন স্কুল শিক্ষার্থীকে এবার ফেল করানো হবে না। এসময় শিক্ষার্থীদের পরিবার এবং শিক্ষদের প্রশংসা করেন স্পেনের শিক্ষামন্ত্রী। রয়টার্স।

 


ছয় মাস কম বেতন
নেবেন প্রধানমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : নভেল করোনাভাইরাস মহামারীর কারণে আগামী ছয় মাস ২০ শতাংশ কম বেতন নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন। তার মন্ত্রিসভার সব সদস্য, সরকারি সব বিভাগের শীর্ষ আমলারাও এমনটি করবেন বলে বুধবার কোভিড-১৯ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। অ’ডুর্ন জানান, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে নিউ জিল্যান্ডের অর্থনৈতিক ক্ষতির দিকটি তুলে ধরতেই তারা কম বেতন নিচ্ছেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিউ জিল্যান্ডে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ৪০১ জন এবং মৃতের সংখ্যা নয় জন বলে জানাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান। ২৬ মার্চ থেকে দেশটি ‘চার মাত্রার’ লকডাউনে আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ