মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের আসানসোলের নিকটবর্তী চুরুলিয়ায় এক স্থানীয় যুব হোস্টেলে কোভিড-১৯ কোয়ারেন্টাইন কেন্দ্রকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধল গ্রামবাসীদের। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ থেকে ৪ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয় পুলিশকে। সংঘর্ষে অন্তত ছজন পুলিশ কর্মী আহত হয়েছেন। এনডিটিভি।
৩শ’ ডলার জরিমানা
ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরে করোনার বিস্তার ঠেকাতে লোকজনকে অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে। কাউকে মাস্ক ছাড়া বাইরে বের হতে দেখা গেলে তাকে ৩শ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হবে বলে জানায় সেদেশের সরকার। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। বিবিসি।
সর্বনিম্ন পর্যায়ে
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যে নারী ও পুরুষের বিয়ে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে মোট ২ লাখ ৩৫ হাজার ৯১০ জন বিপরীত লিঙ্গের মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার আগের বছরের তুলনায় এটি ২.৮ শতাংশ কম। ১৯৭২ সালের তুলনায় এই সংখ্যা ৪৫ শতাংশ কম। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এ খবর প্রকাশিত হয়েছে। বিবিসি।
২০২২ সাল পর্যন্ত
ইনকিলাব ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, যেভাবে লকডাউন করা হচ্ছে শুধুমাত্র এভাবে একবার লকডাউনের মাধ্যমেই নভেল করোনার প্রকোপ থামানো যাবে না। এমনকি সামাজিক দ‚রত্বও হয়তো আগামী ২০২২ সাল পর্যন্ত বজায় রাখা জরুরি। বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। ওয়েবসাইট।
মিসরে নিহত ৮
ইনকিলাব ডেস্ক : মিসরের রাজধানীর কায়রোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছে । আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।
বন্দুকযুদ্ধের পর ওই ভবন থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। রয়টার্স।
রয়টার্স ইরাকে নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : সরকারি হিসাবের চেয়ে বেশি করোনা রোগী দেখিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার জেরে ইরাকে ৯০ দিনের জন্য সংবাদ সংস্থা রয়টার্সকে নিষিদ্ধ করা হয়েছে। ইরাকের গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা বলছে, রয়টার্স ইরাকের স¤প্রচার আইন ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ২১ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।