বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার লালমোহনে মসজিদে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার মাগরিবের নামাজ চালাকালীন সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বায়তুল নাজাত জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে মসজিদ কমিটির সভাপতি ছিদ্দিক মিয়াসহ ৭ জন আহত হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহত সকলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে মঙ্গলবার মসজিদ প্রাঙ্গনে মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ মসজিদের মুসল্লিরা।
এসময় মুসল্লিরা জানান, মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওলানা নাজিমের পরিবারের সাথে ওই এলাকার জামাল গংদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার কারণে সোমবার মাগরিবের নামাজের সময় জামাল গংরা ওই এলাকার সন্ত্রাসী ইউসূফের নেতৃত্বে মিলন, জিলন, সেলিম, নূরে আলম, আবুল হোসেন, কাশেম ও রতনসহ ১৫ জনের একদল সন্ত্রাস বাহিনী মসজিদে অর্তকিত হামলা চালায়। এসময় ইউসুফের মটর সাইকেল আটক করে মুসল্লিরা। মানববন্ধন থেকে ঘটনার সাথে জড়িতদের কঠিন বিচারের দাবীও করা হয়।
এব্যাপারে অভিযুক্ত জামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।