Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে সাবেক ছাত্রনেতার আত্মহত্যা

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৯:৪৭ এএম

রাঙামাটির বাঘাইছড়িতে পারিবারিক কলহের জেরে সুব্রত বড়ুয়া (২৮) নামের এক সাবেক ছাত্রনেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। সে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচালং মডেল টাউন এলাকার বাসিন্দা মৃত অরুন বড়–য়ার সন্তান। মৃত্যুকালে স্ত্রী পিপলি চাকমা, ও এক পুত্র সন্তান অয়ন বড়–য়া (৬) কে রেখে গেছে। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুব্রত বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ন সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বাঘাইছড়ি থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় ১৪ এপ্রিল পারিবারিক কলহের জেরে মায়ের সাথে অভিমান করে সোমবার শেষ রাত ৩ ঘটিকায় নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বলেন আমরা সংবাদ পেয়েছি গলায় ফাঁস দিয়ে সুব্রত বড়ুয়া নামে একজন মৃত্যু বরন করেছে তবে আমরা ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক এই নেতার অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও ছাত্রলীগের সহকর্মীরা বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ