Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসিসিপিতে শক্তিশালী ঘূর্ণিঝড়, নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এমএসইএমএ) জানিয়েছে, রাজ্যটির দক্ষিণাঞ্চলে রোববার ঘূর্ণিঝড়টি আঘাত হানে। মিসিসিপির পাশাপাশি প্রতিবেশী রাজ্য লুইজিয়ানা, আলাবামা ও জর্জিয়াতে প্রবল বর্ষণ এবং ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি হয়। ঘূর্ণিঝড়টি রাজ্যের বিপর্যয়কর ক্ষতি করেছে এবং জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডাব্লুএস)এটিকে সর্বোচ্চ স্তরের টর্নেডো সতর্কতা জারি করে। সংস্থাটি টুইটে জানিয়েছে, এগুলো প্রাথমিক প্রতিবেদন তবে সর্বশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি। মিসিসিপির গভর্নর টেট রিভস রাজ্যেও বাসিন্দাদের ঘূর্ণিঝড়কে গুরুত্ব সহকারে মোকাবিলার অনুরোধ করে বলেছেন আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে দয়া করে সাবধানতা অবলম্বন করুন। অপর এক টুইটে নাগরিকদের মনে করিয়ে দিয়েছেন যে, যদি কারো সরকারী ঝড়ের আশ্রয়ে যেতে হয় তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ‘সামাজিক দূরত্ব অনুশীলন’ মেনে চলেন। ইয়ন, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ